• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারত শক্ত গাঁট অস্ট্রেলিয়ার কাছে : অ্যালান বর্ডার

'ভারত শক্ত গাঁট অস্ট্রেলিয়ার কাছে,' এমন কথাই মনে করছেন প্রাক্তন অজি ক্রিকেটার অ্যালান বর্ডার।

বাঁ দিক থেকে: অ্যালান বর্ডার, রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ (Photo Wikimedia Commons)

‘ভারত শক্ত গাঁট অস্ট্রেলিয়ার কাছে,’ এমন কথাই মনে করছেন প্রাক্তন অজি ক্রিকেটার অ্যালান বর্ডার। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ থেকে তারা জেল থেকে বেরিয়ে এসেছে। প্রোটিয়াসরা ভালাে পারফরমেন্স করে দেখালেও, তারা বড় রান করতে পারেনি। রােহিত একাই ভারতকে জয় এনে দেন। ভারতীয় দলে কিছু দুর্বলতা থাকলেও, রােহিত-বিরাট-বুমরার মতন বিশ্বসেরা খেলােয়াড়রা রয়েছে যারা যেকোনাে অবস্থার মধ্যে থেকে যেকোনাে অবস্থায় দলকে জিতিয়ে দিতে পারে। তাই রবিবার অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা আমি এখন থেকে বলে দিতে পারি। পাশাপাশি লড়াইটা যে বেশ উপভােগ্য হবে সেটাও নিশ্চিত। তবে, ক্যারিবিয়ানদের ম্যাচ থেকে দলের ক্রিকেটাররা একটা ভালাে শিক্ষা পেয়েছে। আর ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে ওই জয়টা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অনেকটা আত্মবিশ্বাসী করবে সেটা আমি মনে করি।’

Advertisement

Advertisement