অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে ভারত ও বাংলাদেশের ম্যাচ শুরু হল একেবারে অস্বাভাবিক পরিস্থিতিতে। টসের সময় দুই দলের অধিনায়কের মধ্যে চিরাচরিত সৌজন্যমূলক হ্যান্ডশেক না হওয়ায় শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল ম্যাচটি।
ক্রিকেট মাঠে টসের মুহূর্তে প্রতিপক্ষ অধিনায়কদের হ্যান্ডশেক দীর্ঘদিন ধরেই খেলোয়াড়সুলভ আচরণের প্রতীক হিসেবে ধরা হয়। কিন্তু এই ম্যাচে টস সম্পন্ন হলেও দুই অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাননি। সেই দৃশ্য দর্শক ও ক্রিকেটমহলের নজরে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়।
Advertisement
অবশ্য ম্যাচ শুরুর আগে ঘটনার পিছনে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ম্যাচগুলিতে উত্তেজনার রেশ থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খেলোয়াড়দের আচরণ ও আগের ম্যাচের ঘটনার প্রভাব টসের মুহূর্তেও পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
Advertisement
যদিও ম্যাচ চলাকালীন দুই দলই নিয়ম মেনে খেলায় মনোযোগী ছিল এবং আম্পায়াররা পরিস্থিতির উপর কড়া নজর রাখেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলোয়াড়দের মানসিক পরিপক্বতা গড়ে তোলার ক্ষেত্রে এমন ঘটনা উদ্বেগের কারণ।
ক্রিকেট যে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতার খেলা নয়, বরং সৌহার্দ্য ও সম্মানের প্রতীক— এই বার্তাই নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে আরও জোর দিয়ে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে এই ঘটনার পর।
Advertisement



