• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাস্তার ক্রিকেট থেকে উঠে আসা ইব্রাহিম জাদরান

ভারতীয় ক্রিকেটের আইকন শচীন তেণ্ডুলকর সেবার আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার খেলার শেষে জাদরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্নের জয় তুলে নিল আফগানিস্তান। দুরন্ত লড়াই শেষে আফগানিস্তান ৮ রানে পরাস্ত করেছে ইংল্যান্ডকে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান করে। তার জবাবে ইংল্যান্ড ৩১৭ রান করে ইনিংস শেষ করে হার মেনে নেয়। এই খেলায় রূপকথার নায়ক হিসেবে সবার নজর কেড়ে নিয়েছেন আফগানিস্তানের তরুণ ক্রিকেটার ইব্রাহিম জাদরান। তাঁর ব্যাট থেকে এসেছে ১৭৭ রান। আবার ইংল্যান্ডের জো রুট করেছেন ১২০ রান। কিন্তু ক্রিকেট বিশ্বের নজর এখন ইব্রাহিমের দিকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রথম শতরান করার কৃতিত্ব দেখান ইব্রাহিম জাদরান। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নয়, একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের হয়ে প্রথম শতরান করার কীর্তি গড়েছিলেন জাদরান। ইব্রাহিম জাদরান ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করার কৃতিত্ব দেখিয়েছেন। তিনি ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেটে ১৪০ বলে ১২৯ রান করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। জাদরান ১২৯ রানে অপরাজিত ছিলেন।

Advertisement

ইব্রাহিম জাদরান ৩৫টি একদিনের ক্রিকেটে ৬টি শতরান করেছেন। রয়েছে সাতটি অর্ধশতরান। তিনি এই মুহূর্তে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ শতরান করার মালিক। তবে একই সঙ্গে মহম্মদ শেহজাদের এই কৃতিত্ব রয়েছে। পাশাপাশি, আফগানিস্তানের সর্বোচ্চ শতরান করার মালিক হলেন রহমানুল্লাহ গুরবাজ। তিনি ৪৮টি ম্যাচে ৮টি শতরান করেন। এখন ইব্রাহিম জাদরানের সামনে আরও কয়েকটি ম্যাচ রয়েছে। এখন দেখা যাক তিনি গুরবাজকে টপকাতে পারেন কিনা।

Advertisement

আফগানিস্তানের খোস্তেতে জাদরানের জন্ম। খোস্তে সবসময় গণ্ডগোলের এলাকা বলে চিহ্নিত ছিল। সেই শৈশবকালে জাদরানদের পরিবার কাবুলে চলে যায়। সেখানে রাস্তার ছেলেদের সঙ্গে খেলাধুলো করে বড় হয়েছেন। ২০১৭ সালে ক্রিকেট খেলায় তাঁর অভিষেক হয়। প্রথম দেশের হয়ে খেলার সুযোগ পান ওই সালে অনুর্ধ্ব ১৯ দলে। এমনকি তিনি ২০২০ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেন। তবে ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেটে দারুণ খেলে আফগানিস্তান। পয়েন্টের খতিয়ানে তাদের জায়গা হয়ে যায় ষষ্ঠ স্থানে। ওই প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল আফগানিস্তান। সেই জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন ইব্রাহিম জাদরান। জাদরানের ব্যাট থেকে এসেছিল ৮৭ রান।

ভারতীয় ক্রিকেটের আইকন শচীন তেণ্ডুলকর সেবার আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার খেলার শেষে জাদরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ কথা হয়েছিল দু’জনের মধ্যে। তখনই ইব্রাহিম জাদরান বলেছিলেন, আমার আদর্শ ক্রিকেটার বলতে শচীন তেণ্ডুলকর। তাঁর প্রতিটি ম্যাচ ভিডিও দেখে অনুসরণ করে থাকি। তাই শচীনের খেলা দেখে আমি অবাক হয়ে যাই। তাঁর খেলা আমার ক্রিকেট জীবনকে বদলে দিয়েছে।

Advertisement