আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বছরের প্রথমদিনই বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার নির্বাচক অস্ট্রেলিয়ার প্রধান জর্জ বেইলি ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। ঘোষিত এই দলে বিশেষ চমক নেই।
তবে এবারের বিশ্বকাপ যেহেতু ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, তাই দলে বেশকিছু স্পিনার রাখা হয়েছে। মিচেল মার্শের নেতৃত্বাধীন ঘোষিত এই দলে বিশেষ চমক না থাকলেও কয়েকজন নতুন মুখ রয়েছে। পাশাপাশি, জশ ইংলিশ ছাড়া দলে কোনও উইকেটরক্ষক নেই। যদিও, উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন বেন ডোয়ারশুইস। এদিকে, চোটের জন্য দীর্ঘদিন দলের বাইরে থাকলেও বিশ্বকাপ দলে রাখা হয়েছে জশ হেজলউডকে।
Advertisement
বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে যাবেন বলে আশাবাদী অস্ট্রেলিয়া শিবির। দলগঠন নিয়ে প্রধান নির্বাচক বেইলি বলেছেন, গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে সফল হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল। মূলত, শ্রীলঙ্কা এবং ভারতের পরিবেশের কথা মাথায় রেখেই দল গড়া হয়েছে। একইসঙ্গে তিনি জানান, কামিন্স, হেজলউড এবং ডেভিড ধীরে ধীরে সুস্থ হচ্ছে।
Advertisement
অন্যদিকে, আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তানও। রশিদ খানকে অধিনায়ক হিসেবে রেখে ১৫ জনের দল ঘোষণা করল তারা। দলে আছেন ফজলহক ফারুখি, মুজিব-উর-রহমান, গুলবাদিন নইব, নভীন-উল-হক সহ একাধিক তারকা। এই প্রসঙ্গে বলা যায়, টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী টিম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল।
অস্ট্রেলিয়া : মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
আফগানিস্তান : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকুল্লা অটল, দরবেশ রাসুলি, শহীদুল্লাহ কামাল, আজমতুল্লা ওমরজাই, গুলবদিন নাইব, মহাম্মদ নবি, নূর আহমেদ, মুজিব উর রহমান, নবীন-উল হক, ফজলুল হক, ফজলক ফারুকি।
Advertisement



