ইংল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস রচনা করে ফেলেছেন বিশ্বকাপের শুরুতেই প্রােটিয়াস লেগ স্পিনার ইমরান তাহির।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার কোনও স্পিনার বােলিং ওপেন করলেন। শুধু বােলিং করেছিলেন তা নয়, ম্যাচের দ্বিতীয় বলেই উইকেটও তুলে নিয়েছিলেন। কিন্তু তাঁর দল প্রথম ম্যাচে জয় তুলে নিতে পারেনি। তবে রবিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে প্রােটিয়াসরা।
Advertisement
শনিবার প্রাকটিস শেষে সাংবাদিকদের মুখােমুখি হয়ে তাহির জানান, ‘আমি যেকোনাে পরিস্থিতিতে বল করতে প্রস্তুত। আমায় যেখানে অধিনায়ক বােলিংয়ে ব্যবহার করবেন আমি সেখানেই বল করব। আর চ্যালেঞ্জ নিতে আমি বরাবরই ভালােবাসি। এইরকম চ্যালেঞ্জের মুখে ভবিষ্যতে আরাে পড়তে চাই এবং সেখান থেকে সফল হয়ে মাঠ ছাড়তে চাই। প্রথম ম্যাচে হারটা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তবে, একটা ম্যাচে হেরে গিয়েছি বলে আর কামব্যাক করতে পারব না, সেটা কখনােই না। আমরা মনে করছি রবিবার থেকেই বিশ্বকাপের যাত্রা শুরু করছি।
Advertisement
Advertisement



