• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

অবশেষে ছাড়পত্র পেলেন হিরোশি ইবুসুকি

জাপানি এই স্ট্রাইকারের পুরো ৯০ মিনিট খেলার মতোই ফিটনেস রয়েছে বলেও নামধারী ম্যাচ শেষে জানাতে ভুললেন না তিনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শিল্ড ফাইনালের আগেই ইস্টবেঙ্গল শিবিরে সুখবর। বুধবারেই চলে এল ইন্টারন্যাশনাল নো অবজেকশন সার্টিফিকেট লাল-হলুদের নবাগত বিদেশি স্ট্রাইকার হিরোশি ইবুসুকির হাতে। এদিন সকালেই জাপানি স্ট্রাইকারের প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁকে শিল্ড ফাইনালের জন্য নথিভুক্তও করিয়ে নেওয়া হয়েছে। ১৮ অক্টোবর ফাইনালেই হয়তো লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে চলেছে হিরোশির। যা স্বাভাবিকভাবেই স্বস্তি দেবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। এই প্রসঙ্গে বলা যায়, শেষ তিন-চারদিন দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন হিরোশি। তবে, প্রয়োজনীয় কাগজপত্র না আসায় মঙ্গলবার নামধারী এফসি’র বিরুদ্ধে মাঠে নামতে পারেননি তিনি।

এদিকে, মঙ্গলবার ম্যাচ শেষে হিরোশির ফিটনেস নিয়ে কোচ অস্কারকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, জাপানি স্ট্রাইকারের ফিটনেস নিয়ে কোনওরকম সমস্যা নেই। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে তিনি তাঁর পুরনো দল ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে প্রায় দশ সপ্তাহের প্রাক-মরসুম প্রস্তুতি সেরেছেন। ওয়েস্টার্ন ইউনাইটেড অস্ট্রেলিয়ার এ লিগের দল। অস্কারের মতে, ভারতীয় তুলনায় এ লিগের প্রতিযোগিতা অনেকটাই কঠিন। ফলে, লাল-হলুদে যোগ দেওয়ার আগে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকলেও দলের সঙ্গে মানিয়ে নিতে হিরোশির কোনও অসুবিধা হওয়ার কথা নয় বলেই মনে করছেন অস্কার।

Advertisement

এমনকি, জাপানি এই স্ট্রাইকারের পুরো ৯০ মিনিট খেলার মতোই ফিটনেস রয়েছে বলেও নামধারী ম্যাচ শেষে জানাতে ভুললেন না তিনি। একইসঙ্গে, হিরোশির দলে যোগ দেওয়া নিয়ে নানারকম আলোচনায় যথেষ্ট বিরক্ত তিনি। এই বিষয়টি নিয়ে কোচ অস্কার বলেন, হিরোশিকে নিয়ে অনেক কথা শুনতে পেয়েছি। তবে, সেইসব নিয়ে খুব একটা ভাবতে চান না তিনি। কোচের অভিমত, হিরোশি একজন আদর্শ বক্স স্ট্রাইকার। তাঁর দলে শেষ কয়েক মরসুম ধরে এইরকম একজন খেলোয়াড়কেই দরকার ছিল। হিরোশি সে অভাবটা পূরণ করতে পারবে বলেই বিশ্বাস। একইসঙ্গে, জাপানি এই স্ট্রাইকার মাঠে নেমেই সমস্ত সমালোচনার জবাব দেবেন বলেও আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ।

Advertisement

Advertisement