ভারতীয় জুনিয়র মহিলা হকি দল ইউরোপ সফরে পরপর তিনটি ম্যাচে জয় তুলে নিয়ে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখাল। অ্যান্টওয়ার্পের উইলরিজক্স প্লেইন হকি সেন্টার অফ এক্সেলেন্সে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভারত ৩-২ গোলের ব্যবধানে বেলজিয়ামকে পরাস্ত করল। খেলার শুরু থেকেই তীব্র উত্তেজনা দুই দলের মধ্যেই। তবে ভারতীয় দলের আক্রমণে বার বার চাপে পড়ে যাচ্ছিল বেলজিয়াম দল। এই আক্রমণের ফসল হিসেবে খেলার চার মিনিটের মাথায় সোনম ফিল্ড গোল করে ভারতকে এগিয়ে দেন। ফার্সার্ট কোয়ার্টারে ভারত ১-০ গোলে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে কোনও পক্ষই গোল করতে পারেনি।
তারপরেই তৃতীয় কোয়ার্টারে দুই দলই আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্যে দিয়েই খেলতে থাকে। ৩২ মিনিটে লালথানত্লুয়াঙ্গি পেনাল্টি কর্নার থেকে গোলের ব্যবধান বাড়িয়ে দেন। ভারত ২-০ গোলে এগিয়ে থাকার পরেও আক্রমণ থেকে সরে থাকেনি। তবে ৩৭ মিনিটে বেলজিয়ামের একটি আক্রমণ থেকে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেন। মারি গোঁস পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমান। ৩ মিনিট বাদেই মার্তে মারি দারুণ একটি ফিল্ড গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।
স্বাভাবিক ভাবেই চতুর্থ কোয়ার্টারটি দুই দলের কাছে ভাইটার হয়ে যায়। ৫১ মিনিটে ভারতের কণিকা সিওয়াচ গোল করে ভারতকে আবার এগিয়ে দেন ৩-২ গোলের ব্যবধানে। পিছিয়ে পড়ে বেলজিয়ামের খেলোয়াড়রা আক্রমণে শক্তি বাড়িয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা করতে থাকেন। কিন্তু ভারতের দুর্ভেদ্য রক্ষণভাগে কোনওভাবেই ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত ভারত জয় তুলে নিয়ে তাদের দক্ষতা প্রকাশ করে। এই সাফল্যের পর ইউরোপ সফরে পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে।
আগামী ১৪ জুন ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দলের এই ধারাবাহিক পারফরম্যান্স যদি ভারতীয় খেলোয়াড়রা ধরে রাখতে পারেন, তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পাওয়াটা কঠিন হবে না। ভারতের এই জয় অবশ্যই তরুণ প্রজন্মের কাছে আশার ছবি দেখিয়েছে।