• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

বীরু’কে জন্মদিনের শুভেচ্ছা

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগ অর্থাৎ সবার প্রিয় বীরু মঙ্গলবার বিয়াল্লিশ বছর বয়সে পা দিলেন। আর তার জন্মদিনে শুভেচ্ছার বন্যা বয়ে গেল।

বীরেন্দ্র সেহবাগ (File Photo: IANS)

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগ অর্থাৎ সবার প্রিয় বীরু মঙ্গলবার বিয়াল্লিশ বছর বয়সে পা দিলেন। আর তার জন্মদিনে শুভেচ্ছার বন্যা বয়ে গেল।

বিরাট কোহলি থেকে শুরু করে তার সময়কার সতীর্থরা প্রত্যেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। টুইটে প্রত্যেকেই লেখেন, ‘শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল বীরু তােমাকে। আগামিদিনণ্ডলে আরো ভালাে করে কাটাও। এবং এই কঠিন সময়ে সাবধানে থেকো আর সুস্থ থেকে পরিবারের সকল সদস্যকে নিয়ে।’

Advertisement

Advertisement

Advertisement