ছিটকে গেলেন সিডনির হিরাে হনুমা বিহারী

খেলার শেষে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানাে হয়েছে , বিহারী শেষ টেস্টে খেলতে পারবে না চোটের জন্য। তার পুরােপুরি ফিট হতে চার সপ্তাহ সময় লাগবে।

Written by SNS Sydney | January 12, 2021 5:45 pm

হনুমা বিহারী (File Photo: IANS)

চোট যেন ভারতীয় ক্রিকেটারদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। এবার সিরিজ থেকে ছিটকে গেলেন সিডনির হিরাে হনুমা বিহারী। সােমবার অপ্রতিরােধাভাবে ক্রিজে টিকে থেকে লড়াই চালিয়ে গিয়েছিলেন এবং দলকে শেষমেষ ড্র করে মাঠ ছাড়েন। তবে খেলতে খেলতে চোট পেয়েছিলেন। আর চোট পাওয়ার পরও হার না মানা হারের মতন লড়াই চালিয়ে যান।

কিন্তু খেলার শেষে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানাে হয়েছে , বিহারী শেষ টেস্টে খেলতে পারবে না চোটের জন্য। তার পুরােপুরি ফিট হতে চার সপ্তাহ সময় লাগবে। এই নিয়ে ভারতীয় দলের ছয়জন ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গেলেন। এখন হনুমা বিহারীর জায়গায় দলে কাকে আনা হবে সেটাই দেখার।

তবে হনুমা ব্যাট হাতে গােটা সিরিজে ব্যর্থ। লােকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় তিনি দলে সুযােগ পেয়েছিলেন। আর সেখানেও ব্যাট হাতে কিছু করতে পারলেন না। কিন্তু তিনি হিরাে হয়ে গেলেন একটা সামান্য ইনিংস খেলে।