• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুরাে গােয়া দলকে গুরুত্ব দিচ্ছেন হাবাস

গােয়ার বিরুদ্ধে জয়ের জন্য মাঠে নামছে  এটিকে মােহনবাগান। এবং জয়টা তাদের কাছে কতটা গুরুত্ব সেটা অনুশীলনের খেলােয়াড়দের বুঝিয়ে দেন কোচ হাবাস।

অ্যান্তোনিও হাবাস (Photo: IANS)

টানা তিন ম্যাচে জিতে আইএসএল প্রতিযােগিতায় ভালো করে যাত্রা শুরু করেছিল হাবাসের এটিকে মােহনবাগান। বিশেষ করে সমর্থকদের মন জয় করে নিয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে হারানাের পর।

কিন্তু জামশেদপুর এফসির কাছে হার ও হায়দরাবাদের সঙ্গে খেলা অমীমাংসিতভাবে খেলা শেষ করার পর কিছুটা চাপের মধ্যে রয়েছেন এটিকে মােহনবাগান। আজ গােয়ার বিরুদ্ধে জয়ের জন্য মাঠে নামছে  এটিকে মােহনবাগান তা আগাম বলে দেওয়া যায়। এবং জয়টা তাদের কাছে কতটা গুরুত্ব সেটা অনুশীলনের খেলােয়াড়দের বুঝিয়ে দেন কোচ হাবাস।

Advertisement

Advertisement

Advertisement