• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

বিদায় সমীর ও আশ্বিনিদের

ইন্দোনেশিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সমীর বর্মা।মালয়েশিয়া প্রতিযোগী বিশ্ব রাঙ্কিং-এ থাকা লিজি জিয়ার কাছে।খেলার ফল১০-২১,১৩-২১ গেমে।

ইন্দোনেশিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সমীর বর্মা। বৃহস্পতিবার মালয়েশিয়া প্রতিযোগী বিশ্ব রাঙ্কিং- এ থাকা লি জি জিয়ার কাছে। খেলার ফলাফল ১০-২১, ১৩-২১ গেমে।

দ্বিতীয় রাউন্ডের এই খেলাটি চলেছিল মাত্র ৪৩ মিনিট। এর আগেই দুজন মোট সাতবার একে অপরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে পাঁচবারই হারলেন সমীর।

Advertisement

এদিকে মহিলাদের ডাবলস থেকে ছিটকে গেলেন ভারতের দুই তারকা শাপলার আশ্বিনি পন্নপ্পা ও এন সিক্কি রেডি। খেলার ফলাফল ১৬-২১, ১৩-২১।

Advertisement

Advertisement