• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সিন্ধুর বিদায়

পঞ্চান্ন মিনিটে পিভি সিন্ধুকে পরাজিত হতে হল শেষ আটের খেলায় প্রথম গেমে সিন্ধু পরাজিত হলেও, দ্বিতীয় গেমে কামব্যাক করেছিলেন।

India Open: Sindhu advances after Srikanth, six others test Covid positive.

দু’বারের অলিম্পিকের আসরে পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু আবারও আটকে গেলেন তাই তুজু ইয়াংয়ের কাছে।

শুক্রবার মালেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সিন্ধু।

Advertisement

লড়াই চালিয়েও সিন্ধু নিজের দখলে জয় তুলে নিতে পারলেন না। চাইনিজ তাইপের শাটলারের কাছে তাঁকে হারতে হল ১৩-২১, ২১-১২, ১২-২১ গেমে।

Advertisement

এক ঘন্টা থেকে পাঁচ মিনিট কম সময়ে অর্থাৎ পঞ্চান্ন মিনিটে সিন্ধুকে পরাজিত হতে হল শেষ আটের খেলায় প্রথম গেমে সিন্ধু পরাজিত হলেও, দ্বিতীয় গেমে কামব্যাক করেছিলেন।

কিন্তু তৃতীয় গেমে নিজের খেলার ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন না এবং তিনি হেরে গেলেন।

Advertisement