• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অলিম্পিয়ান হকি তারকার পাশে গাভাসকার

অলিম্পিয়ান মহিন্দর পল দীর্ঘদিন কিডনির সমস্যায় অসুস্থ। এই খবর জানার পরে কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার এগিয়ে এলেন অসুস্থ হকি তারকার পাশে।

সুনীল গাভাসকার (ছবি: IANS)

ভারতের প্রাক্তন হকি খেলােয়াড় অলিম্পিয়ান মহিন্দর পল দীর্ঘদিন কিডনির সমস্যায় অসুস্থ। এই খবর জানার পরে কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার এগিয়ে এলেন অসুস্থ হকি তারকার পাশে।

গত দুই দশক ধরে গাভাসকারের ফাউন্ডেশন ক্রীড়াবিদদের আর্থিক সংকটের দিনে তাদের সহযােগিতা জন্যে বড় ভূমিকা নিয়ে থাকে। তাই হকি তারকার চিকিৎসার ব্যাপারে কোনওরকম অসুবিধা না হয় তার জন্যে গাভাসকারে এই উদ্যোগ।

Advertisement

তিনি মনে করেন আর্থিক কারণে কোনও ক্রীড়া ব্যক্তিত্বের পরিবার কষ্টের মধ্যে থাকেন তা চান না। তাই খবর পেলেই গাভাসকার সহযােগিতার হাত প্রসারিত করে থাকেন। হকি তারকা অলিম্পিয়ান মহিন্দরে সব রকম চিকিৎসার ব্যয়ভার তুলে নেওয়া। কথা জানিয়েছেন গাভাসকার।

Advertisement

Advertisement