বল বদলের দাবি গম্ভীরের

Written by SNS April 18, 2024 12:49 pm

কলকাতা– মোটেও খুশি হতে পারেননি গৌতম গম্ভীর৷ ঘরের মাঠে ২২৩ রান করেও রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে৷ এই হার হজম করতে কষ্ট হচ্ছে তাঁর৷ সেই কারণে আইপিএলে ব্যবহার হওয়া বল বদলে ফেলার দাবি জানিয়েছেন কেকেআরের মেন্টর৷ একটি ইউটিউব ভিডিয়োতে আইপিএলে ব্যবহার হওয়া বল নিয়ে মুখ খুলেছেন গম্ভীর৷ ভারতে সাদা বলের ক্রিকেটে সাধারণত কুকাবুরা বলে খেলা হয়৷ এই বলে সুইং খুব বেশি ক্ষণ হয় না৷ তাই বোলারেরা বেশি সুবিধা পান না৷ এই বিষয়ে গম্ভীর বলেন, “যদি বল প্রস্তুতকারক সংস্থা এমন বল তৈরি করতে না পারে যা দিয়ে ৫০ ওভার খেলা হবে তা হলে সেই সংস্থাকে বদলে ফেলা উচিত৷ কেন শুধু কুকাবুরা বলেই খেলা হবে? ডিউক বলও ব্যবহার করা যেতে পারে৷” তিনি আরও বলেন, “এ বার আইপিএলে ২০০ রান জলভাত হয়ে গিয়েছে৷ ২০০-র বেশি করেও কোনও দল হেরে যাচ্ছে৷ খেলাটা শুধু ব্যাটারদের হয়ে গিয়েছে৷ বোলারদেরও সুবিধা দেওয়া উচিত৷ আমি বোর্ডকে অনুরোধ করব বিষয়টা ভেবে দেখতে৷” সাধারণত ইংল্যান্ডে ডিউক বলে খেলা হয়৷ এই বলে অনেক বেশি ক্ষণ সুইং হয়৷ ফলে বল একটু পুরনো হলেও বোলারেরা তা কাজে লাগাতে পারেন৷ আইপিএলে যে ভাবে একের পর এক ম্যাচে চার-ছক্কার ফুলঝুরি দেখা যাচ্ছে, তা দেখেই বলের সংস্থা বদলে ফেলার কথা বলেছেন গম্ভীর৷ তাঁর মতে, তা হলে অন্তত ব্যাট ও বলের মধ্যে লড়াই হবে৷ এই লড়াইয়ের কথা শোনা গিয়েছে ধারাভাষ্যকার হর্ষ ভোগলের মুখেও৷ তিনি বলেন, “আমি গম্ভীরের কথার সঙ্গে একমত৷ যেখানে পিচ থেকে বোলারেরা কোনও সুবিধা পাচ্ছে না সেখানে ব্যাট ও বলের লড়াই তখনই হবে যখন বল বদলাবে৷ ডিউক বলে সিম অনেক ক্ষণ ঠিক থাকে৷ তাই পিচে পডে় অনেক বেশি সুইং হয়৷ ব্যাটারদেরও দেখে খেলতে হয়৷ চোখ বন্ধ করে ব্যাট চালালে হয় না৷