• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের রহস্য মৃত্যু

উল্লেখ করা যেতে পারে ১৯৮৯ সালে সলিল আঙ্কোলার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। দলে ছিলেন শচীন তেণ্ডুলকর। তবে সলিল আন্তর্জাতিক ক্রিকেটে সেইভাবে সাফল্য পাননি।

ভারতের প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মহারাষ্ট্রের পুনেতে নিজের ফ্ল্যাট থেকে আঙ্কোলার মায়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ মামলা দায়ের করেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সলিল অঙ্কোলার মায়ের নাম মালা অশোক আঙ্কোলা। তিনি পুনের ডেকান জিমখানা অঞ্চলে থাকতেন। তাঁর বয়স ৭৭ বছর। কিন্তু এখন প্রশ্ন এই বয়সের একজন মহিলার কীভাবে এই রকম রহস্যজনক মৃত্যু হলো? নিজের ফ্ল্যাটে তাঁকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। চারিদিকে রক্ত ভেসে গেছে। এমনকী তাঁর গলায় কোনও ধরালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। পুলিশ তদন্ত করছে, তিনি নিজেই এই কাজ করেছেন না খুন করা হয়েছে?

বিশেষ সূত্রে জানা গেছে শুক্রবার তাঁর ঘরে সামনে গিয়ে দীর্ঘসময় ডাকাডাকি করেও কোনও উত্তর পাওয়া যায়নি। তারপরে কাজের লোকেরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। সেখান থেকে পরিবারের  সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সলিল আঙ্কোলার মায়ের মৃত্যুর খবর জানতে পেরে ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে আসে।

Advertisement

এখানে উল্লেখ করা যেতে পারে ১৯৮৯ সালে সলিল আঙ্কোলার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। দলে ছিলেন শচীন তেণ্ডুলকর। তবে সলিল আন্তর্জাতিক ক্রিকেটে সেইভাবে সাফল্য পাননি। ১৯৯৭ সালে মাত্র ২৯ বছর বয়সে ক্রিকেট থেকে সরিয়ে নিয়ে ২০২০ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন সলিল আঙ্কোলা। বলিউডে বেশ কিছুতে অভিনয় করে নজর কাড়েনি

Advertisement

Advertisement