• facebook
  • twitter
Friday, 30 January, 2026

চণ্ডীগড়ে আইপিএস অফিসারের রহস্যমৃত্যু তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন

তাঁর মৃত্যু আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করা হলেও, ঘটনায় তদন্তকারীদের নজরে আসে একাধিক অসংগতি। তাই এই মামলাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইপিএস অফিসার ওয়াই. পুরণ কুমারের সন্দেহজনক আত্মহত্যার ঘটনার সত্য উদঘাটনে এগিয়ে এল প্রশাসন। শুক্রবার ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে চণ্ডীগড় পুলিশ। এই দলের নেতৃত্বে রয়েছেন চণ্ডীগড় পুলিশের মহাপরিদর্শক পুষ্পেন্দ্র কুমার।

সূত্রের খবর, এসআইটির সদস্যদের মধ্যে অভিজ্ঞ অপরাধ তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞও রয়েছেন। তাঁদের দায়িত্ব, ঘটনাস্থল ও সমস্ত প্রমাণের খুঁটিনাটি পরীক্ষা করে দেখা এবং মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা।

Advertisement

চণ্ডীগড় পুলিশের শীর্ষ দপ্তর থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত ‘স্বচ্ছ ও নিরপেক্ষভাবে’ সম্পন্ন করার জন্যই এই বিশেষ দল গঠন করা হয়েছে। এসআইটি ইতিমধ্যেই প্রাথমিক নথিপত্র সংগ্রহ শুরু করেছে এবং অফিসারের পরিবার ও সহকর্মীদের বক্তব্য রেকর্ড করছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে শহরের এক সরকারি কোয়ার্টারে ওই আধিকারিকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করা হলেও, ঘটনায় তদন্তকারীদের নজরে আসে একাধিক অসংগতি। তাই এই মামলাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

স্থানীয় মহলে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দপ্তর জানিয়েছে, ‘যে কোনও কর্মকর্তা বা কর্মীর মৃত্যুর ক্ষেত্রে স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ করা হবে।’

Advertisement