• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

ফুটবল ওদের সংগ্রামের হাতিয়ার

উইংয়ের আকহাম মাহুস, মাঝমাঠের ওয়ারপাম সানথোই এবং রক্ষনের জনডোনবা, জ্যা ভিয়েয, রোহেন মহামেডান ম্যা চে নজর করেছে।

প্রতীকী চিত্র

মণিপুরের বিষ্ণুপুর জেলার লিমাপকপম থেকে ওরা লিগের প্রস্তুতি সারতে বাংলায় এসেছে। চিংপু রোড় এ্যথলেটিক ইউনিয়ন ক্লাব মণিপুরের জেলা লিগে খেলে থাকে। মণিপুরের বর্তমান পরিস্থিতির জন্যব লিগের খেলায় অচলাবস্থা দেখা দিয়েছে। এই সময়ে তারা বাংলায় প্রস্তুতি ক্যা ম্প করছে। কাঁচড়াপাড়ার ডা: বিআরএ ক্লাবের মাঠে ওদের প্র্যাুকটিস করছে। ক্লাবের সামনেই এক বিয়েবাড়ির দোতলা ভাড়া নিয়ে থাকছে।

ইতিমধ্যে তারা লোকাল টিমের পাশাপাশি ঐতিহ্যবাহী মহামেডান ক্লাবের সাথেও প্রস্তুতি ম্যা চ খেলেছে। অনূর্ধ-১৭ ফুটবলারদের নিয়েই সিআরএইউ ক্লাব এখানে এসেছে। উইংয়ের আকহাম মাহুস, মাঝমাঠের ওয়ারপাম সানথোই এবং রক্ষনের জনডোনবা, জ্যা ভিয়েয, রোহেন মহামেডান ম্যা চে নজর করেছে।

মহামেডানের ডেভলপমেন্ট টিমের সাথে তারা অবশ্যখ ৩-১ গোলে হেরেছে ও লোকাল টিমের সাথে ২-২গোলে ম্যা চ ড্র করেছে। রাজ্যে অস্থতির পরিস্থিতির মধ্যেিও ফুটবলকেই ওরা জীবন প্রতিষ্ঠার হাতিয়ার করতে চায়। ফুটবলের মাধ্যিমেই ওরা নিজেদের ঐক্য ধরে রাখতে চায়। কঠিন লক্ষ্যে ওদের পরিশ্রমের সার্থকতা আসুক।