প্রতি বছর বিশ্বকাপ করতে চায় ফিফা

Written by SNS March 16, 2024 3:05 pm

নিজস্ব প্রতিনিধি– শেষবারের মতো হয়েছিল ২০২৩ সালে৷ এক বছর বাদ দিয়ে হলে পরবর্তী বিশ্বকাপ হওয়ার কথা ২০২৫ সালে৷ তা হবেও৷ কিন্ত্ত তারপর থেকে প্রতি বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ করতে চায় ফিফা৷ শুধু ছেলেদের নয়, মেয়েদেরও৷ আসলে ফিফার লক্ষ্য, ছোটদের বিশ্বকাপ হলে বহু ফুটবলার নজরে পড়বে৷ আন্তর্জাতিক ফুটবলের দরজা তাদের সামনে অনায়াসে খুলে যাবে৷

সেইজন্য ফিফার লক্ষ্য ২০২৬ সাল থেকে প্রতিবছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ করা৷ তরুণদের উঠে আসার এই প্ল্যাটফর্ম যে বিশাল তার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে৷ যেমন আন্দ্রে ইনিয়েস্তা, রোনাল্ডিনহো, দেলপিয়েরোর মতো ফুটবলাররা এই বিশ্বকাপ থেকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি পান৷ মোট ৪৮টা দলকে নিয়ে এই বিশ্বকাপ হবে৷ এখন দু-বছর অন্তর হয়ে থাকে৷

ফিফার মতে, এই ফুটবল প্রতিযোগিতার জন্য আলাদা করে সংগঠকদের পরিকাঠামো তৈরি করার প্রয়োজন নেই৷ যা থাকবে তা দিয়েই এই বিশ্বকাপ হয়ে যাবে৷ ফিফা কেন এই ভাবনা ভেবেছে তার পিছনে কারণ আছে৷ আসলে নতুন গ্যালারি বা পরিকাঠামো বানানোর কথা বললেই সংগঠকরা চাপে পডে় যেতে পারে৷ তখন আসল লক্ষ্য মাঠে মারা যাবে৷ ছেলেদের মতো মেয়েদেরও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ একইভাবে করতে চাইছে বিশ্ব ফুটবল সংস্থা৷ তার মানে ৪৮টা দলকে একসঙ্গে খেলতে দেখা যাবে৷ ফুটবলের উন্নতির জন্য ফিফা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ হাজার ৬৪৬ কোটি টাকা ব্যয় করবে৷