• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

আয়ারল্যান্ডের বিরুদ্ধে নয়া নজির গড়ে জিতল ইংল্যান্ড

২৭৫ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড। এর আগে ১৯৯৩ সালে ডেনমার্কের বিরুদ্ধে ২৩৯ রানে জিতেছিল ইংল্যান্ডের মহিলা দল। সেটাই ছিল এক দিনের ক্রিকেটে ইংল্যান্ড দলের সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড।

ক্রিকেটের কথা উঠলেই ইংল্যান্ডের দাপটের কাছে প্রতিপক্ষ দল হিমশিম খেতে থাকে। এমনই ঘটনা দেখতে পাওয়া গেল আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলার সময়। ইংল্যান্ডের দুরন্ত খেলার কাছে একেবারে ভূপতিত হয়ে গেল আয়ারল্যান্ড। ভাবতেই অবাক লাগে মাত্র ৪৫ রানে অল আউট হয়ে গেল আয়ারল্যান্ড। এক দিনের ম্যাচে ২৭৫ রানের রেকর্ড ব্যবধান জিতে নিল ইংল্যান্ডের মহিলা দল।

ইল্যান্ডের দাপট কাকে বলে তা প্রত্যক্ষ করলেন মাঠে হাজির থাকা দর্শকরা। ইংল্যান্ড নির্দিষ্ট ওভারে ৩২১ রান করে। সেই রানকে তাড়া করতে নেমে মাত্র ৪৫ রানে অল আউট হয়ে গেল আয়ারল্যান্ড। এক দিনের ম্যাচে ২৭৫ রানের রেকর্ড ব্যবধান জিতল ইংল্যান্ডের মহিলা দল। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে গেল ইংল্যান্ড।

শুরুটা করেছিলেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। ১৩৯ বলে ১৫০ রানের ইনিংস খেলে ট্যামি বিউমন্ট। এক দিনের ক্রিকেটে নিজের দশম শতরান করেন তিনি। ১৬টি চার ও একটি ছক্কার ইনিংসে ন্যাট শিভার-ব্রান্টকে ছাপিয়ে ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক শতরানের মালকিন হলেন তিনি।

বিউমন্টের পাশাপাশি ৪৭ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ফ্রেয়া কেম্প। চতুর্থ উইকেটে দু’জনের মধ্যে শতরানের জুটি হয়। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২০ রান করে ইংল্যান্ড।

আয়ারল্যান্ড খেলতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে পড়ে গিয়েছিল। ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। অধিনায়ক কেট ক্রস ৮ রান দিয়ে ৩ উইকেট নেন। লরেন ফিলার ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকিদের মধ্যে ক্যাম্প ৭ রান দিয়ে ২টি ও জর্জিয়া ডেভিস ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। চার বোলারের দাপটে মাত্র ১৬.৫ ওভারে ৪৫ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মাত্র এক জন খেলোয়াড় দুই অঙ্কের রান করেছেন। ২২ রান করেন উনা রেমন্ড-হোয়ে।

২৭৫ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড। এর আগে ১৯৯৩ সালে ডেনমার্কের বিরুদ্ধে ২৩৯ রানে জিতেছিল ইংল্যান্ডের মহিলা দল। সেটাই ছিল এক দিনের ক্রিকেটে ইংল্যান্ড দলের সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড। সেই রেকর্ড ভেঙে দিয়ে এবারে নজির গড়ল ইংল্যান্ড।