ভারত ও নিউজিল্যান্ডের তৃতীয় টি -২০ ম্যাচ কলকাতায় আগামী ২১ নভেম্বর ইডেন উদ্যানে শুরু হতে চলেছে। কলকাতা ক্রিকেট প্রেমিরা খেলা দেখতে পারবেন। এই আশাতেই এখন থেকে উন্মাদনা চরম জায়গায় পৌঁছে গিয়েছে।
এটা ঠিক ইডেন উদ্যানের নির্দিষ্ট আসন সংখ্যার জন্য পুরো টিকিট না দেওয়া হলেও সত্তর ভাগ টিকিট ছাড়া হচ্ছে খেলা দেখবার সাধারণ মানুষের কাছে। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে চাহিদা তুঙ্গে না থাকলেও সিএবির ক্লাব হাউসে প্রচুর মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে।
Advertisement
তবে এখন থেকেই ইডেন উদ্যান আলোর মেলায় ভরে গিয়েছে। কথা ছিল বিশেষ আলোর খেলা দেখতে পাওয়া যাবে। কিন্তু সরকারের সবুজ সংকেত না পাওয়াতে তা করা সম্ভব হচ্ছে না। তবে আলোর ঝলকানি থাকবে লেজারের মাধ্যমে।
Advertisement
Advertisement



