• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

বিহারের বিরুদ্ধে বাংলার সহজ জয়

ফিটনেসে অবাক করলেন শামি

নিজস্ব চিত্র

সুদীপ ঘড়ামির বাংলা ক্রিকেট দল আবার ছন্দে ফিরে এসেছে। পাশাপাশি, বাংলার সবচেয়ে নির্ভরযোগ্য বোলার মহম্মদ শামিকে দুরন্ত ভূমিকায় দেখা গেল বিহারের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ক্রিকেটে। চার ওভার বল করে তিনি ১৮ রান দিয়ে একটি উইকেট অবশ্য পেয়েছেন। কিন্তু এটাই বড় কথা নয়। মহম্মদ শামির অসাধারণ ফিটনেস দেখে সবাই হতবাক। শুধু তাই নয়, শামির এই ভূমিকা দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন, বর্ডার-গাভাসকার ট্রফিতে শেষ দু’টি টেস্টে ভারতীয় দলে তিনি ডাক পেতে পারেন। বিহারের বিরুদ্ধে বাংলা দারুণ জয় তুলে নিয়েছে।

মঙ্গলবার টসে জিতে বাংলার অধিনায়ক সুদীপ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বিহার ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৪৭ রান করেন। বিহারের এস গনি ৭৯ রানে আউট হন। তবে তার জবাবে বাংলা প্রথম দিকে বেশ চাপে পড়ে গিয়েছিল। ১০ বলে ১৯ রান করে অভিষেক পোড়েল প্যাভিলিয়নে ফেরত যান। তবে অভিষেকের সঙ্গে ওপেন করতে এসেছিলেন করণলাল।

Advertisement

তিনি ৪৭ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন। মাত্র ৬ রানের জন্য করণলাল শতরান থেকে বঞ্চিত হন। করণলাল ৯টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি মারেন বলে জানা গিয়েছে। অন্যদিকে বাংলার অধিনায়ক সুদীপ ঘড়ামি ব্যাট করতে নেমে ২৭ বলে ৩২ রান করে উইকেটে থেকে যান। ৬ ওভার বাকি থাকতেই বাংলা জয় ছিনিয়ে নেয়। বাংলা এক উইকেট হারিয়ে ১৫০ রান করে। বাংলা আগামী ৫ ডিসেম্বর রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবে।

Advertisement

এদিন বাংলার তারকা বোলার মহম্মদ শামিকে দেখে সবাই দারুণ খুশি। বাংলার হয়ে একটি উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু তাঁর বোলিংয়ের অবস্থান দেখে সবাই প্রশংসা করেছেন। বাংলার হয়ে শাহবাজ আহমেদ একটি উইকেট ও প্রয়াস রায় বর্মণ একটি উইকেট পেয়েছেন। দু’টি উইকেট পেয়েছেন বাংলার সায়ন ঘোষ। অনেকেই বলছেন, শামির এই ফিটনেস দেখে হয়তো নির্বাচকরা খুশি হবেন। শুধু খুশি নন, তাঁরা ভারতীয় দলে শামির নামটি সংযোজন করার জন্য অপেক্ষায় রয়েছেন। শুধু সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায়। এই মুহূর্তে শামিও ভাবতে শুরু করেছেন।

Advertisement