আগামী ৬ আগস্ট ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে নামধারী এফসি’র বিপক্ষে মাঠে নামবে ইস্টবেঙ্গল। তার আগে বুধবার প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল ভবানীপুরকে ৪-২ গোলে হারিয়ে।
জয়ী দলের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল। বাকি দুটি গোল করেন দিয়ামানতাকোস ও সদ্য যোগ দেওয়া মরোক্কান ফরোয়ার্ড হামিদ। এদিন, দলের প্রত্যেক ফুটবলারকেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছেন কোচ অস্কার ব্রুজো।
Advertisement
খেলার প্রথমার্ধে চার বিদেশি-মিগুয়েল, হামিদ, সউল এবং দিয়ামানতাকোস নিয়ে শুরু করলেও, দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামান বাকি দুই বিদেশি ফুটবলার মহম্মদ রশিদ ও কেভিন সিবিলেকে। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।
Advertisement
Advertisement



