• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

জয়ের লক্ষ্যেই আজ সুনীলদের বিরুদ্ধে খেলতে চায় ইস্টবেঙ্গল

চেনা ছন্দে তাঁকে দেখার জন্য অপেক্ষা করতে হয়েছে।

ফাইল চিত্র

আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল প্রথম ছয় দলের খেলার আশা অনেকটাই হারিয়ে গেল শনিবার মোহনবাগান ২-২ গোলে মুম্বইয়ের সঙ্গে ড্র করার পরে। তবুও ইস্টবেঙ্গলের ফুটবলাররা রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে জেতার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন। চলতি মরশুমে রবিবার ঘরের মাঠে আইএসএলের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলা বাড়তি মোটিভেশন মহেশদের। এই প্রসঙ্গে মহেশ বলেন, ‘সুনীলদের বিরুদ্ধে খেলা বেশিরভাগ প্লেয়ারদের স্বপ্ন। আমাদের কাছে এটা ডু অর ডাই ম্যাচ। আমরা জিততে না পারলে, লিগে ভালো জায়গায় থাকব না।’ এই প্রথম আইএসএলে জয়ের হ্যাটট্রিক করেছে ইস্টবেঙ্গল। আত্মবিশ্বাসে ফুটছে লাল হলুদ শিবির। সুনীলদের ঘরের মাঠে হারিয়ে দিতে চায় ইস্টবেঙ্গল। শনিবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে কোচ অস্কার ব্রুজো বলেছেন, এই মুহূর্তে ফুটবলাররা আত্মবিশ্বাসে ভরপুর রয়েছেন। প্রথম দিকে ইস্টবেঙ্গল যেভাবে পয়েন্ট নষ্ট করেছে, সেটা খুবই হতাশার। তারপরে আশার আলো দেখতে পাওয়া গিয়েছিল ফুটবলারদের খেলা দেখে। চেষ্টা ছিল প্রথম ছয়ের দলে খেলার। কিন্তু শেষ পর্যন্ত সেই ভাবনা হয়তো ফলশ্রুতি নাও হতে পারে।

ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ প্রথম দু’বছরের তুলনায় চলতি মরশুমে কিছুটা ম্লান। চোট-আঘাতে বেশ কিছুটা সময় মাঠের বাইরে কেটে যায়। তাই চেনা ছন্দে তাঁকে দেখার জন্য অপেক্ষা করতে হয়েছে। কয়েক ম্যাচ আগে থেকে আবার সেই পুরোনো মহেশের ঝলক দেখতে পাওয়া যাচ্ছে। তবে চেনা পজিশনে নয়। উইংয়ের পাশাপাশি এবার মাঝমাঠ সামলাতেও দেখা গিয়েছে নাওরেম মহেশকে। পছন্দের জায়গা উইং হলেও, দলের স্বার্থে যেকোনও পজিশনে খেলতে তৈরি। মহেশ বলেন, ‘কোচের প্ল্যান অনুযায়ী আমাদের মানিয়ে নিতে হয়। কোচ আমাকে ট্রেনিংয়ে দেখে। জানে কোন পজিশনে আমি সবচেয়ে বেশি কার্যকরী হব। আমি মানিয়ে নেওয়ায় চেষ্টা করি। দলের স্বার্থে কোচ যেখানে চায়, আমি সেখানেই খেলতে তৈরি।’ তবুও শুধু মহেশ নন, সতীর্থ ফুটবলাররা সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলার জন্য তৈরি আছেন। জয়ের লক্ষ্যে শেষ মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল লড়াই করবে বলে বিশ্বাস।