• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোচ অস্কারের উপরেই ভরসা রাখল ইস্টবেঙ্গল

গত বার আইএসএলে প্রথম পাঁচ ম্যাচ হেরেছিল ইস্টবেঙ্গল। তার পরেই প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাতকে ছেঁটে ফেলে ক্লাব। নতুন কোচ করা হয় ব্রুজোকে। প্রথম ম্যাচই ছিল ডার্বি।

ফাইল চিত্র

আইএসএল ফুটবলে ন’নম্বরে শেষ করেছে ইস্টবেঙ্গল। মরসুমের মাঝপথে কোচের দায়িত্ব নিয়েছিলেন অস্কার ব্রুজো। তাঁর উপরেই ভরসা রাখল লাল হলুদ শিবির।

গত মরসুমে যতটুকু সুযোগ পেয়েছিলেন, তার মধ্যেই দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। প্রধান কোচ হিসাবে অস্কার ব্রুজোর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। আরও এক বছর লাল হলুদে থাকবেন ব্রুজ়ো। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। ২০২৫-২৬ মরসুম পর্যন্ত ব্রুজোর চুক্তি বাড়ানো হয়েছে।

Advertisement

তাঁর কোচিংয়ে গত মরসুমে গ্রুপ শীর্ষে থেকে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। আইএসএলে যে ২৮ পয়েন্ট তারা পেয়েছে তা এসেছে ব্রুজ়োর কোচিংয়েই।

Advertisement

গত বার আইএসএলে প্রথম পাঁচ ম্যাচ হেরেছিল ইস্টবেঙ্গল। তার পরেই প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাতকে ছেঁটে ফেলে ক্লাব। নতুন কোচ করা হয় ব্রুজোকে। প্রথম ম্যাচই ছিল ডার্বি। মোহনবাগানের কাছে সেই ম্যাচ হারতে হয়। তবে তার পরে ধীরে ধীরে দলকে জয়ে ফেরান ব্রুজো। একটা সময় প্লে-অফে ওঠার সুযোগও ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ২৪ ম্যাচে আটটিতে জয়, চারটি ম্যাচ ড্র ও ১২টি ম্যাচে হার নিয়ে ২৮ পয়েন্ট পায় ইস্টবেঙ্গল।

চুক্তি বৃদ্ধির পর ব্রুজো বলেন, ‘ইস্টবেঙ্গল আমার উপর ভরসা রেখেছে। গত মরসুমে শুরুটা খারাপ হয়েছিল। লড়াইয়ে কোনও খামতি ছিল না। তবে এবারে শুরু থেকেই ভাল খেলার চেষ্টা করব। আমি চাইব সমর্থকরা দলের পাশে থাকবেন।’

Advertisement