আইডাব্লুএলে ইস্টবেঙ্গলের জয়ের ধারা অব্যাহত। নিজেদের পঞ্চম ম্যাচে কিকস্টার্ট এফসিকে ৫-০ গোলে হারাল তারা। খেলার শুরু থেকেই দাপট দেখতে থাকে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন ফাজিলা ইকওয়াপুট। মাঝমাঠ থেকে সুলঞ্জনার বাড়ানো লম্বা থ্রু বল ধরে সহজেই গোল করে যান তিনি। এরপরেও আক্রমণের চাপ বজায় রেখেছিল সুস্মিতা লেপচা, সৌম্যা গুগুলোথরা। সেই আক্রমণ থেকে খেলার (৪৫+৩) মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান ২-০ করেন অধিনায়ক রেস্টি নানজিরি। তার মাঝে অবশ্য ৪৫ মিনিট নাগাদ ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন সুলঞ্জনা রাউল। নাহলে, প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যেতে পারতো ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণের চাপ আরও বাড়ায় ইস্টবেঙ্গল। ৬০ মিনিট নাগাদ বক্সের বাইরে থেকে নেওয়া ফাজিলার শট পোস্টে লেগে প্রতিহত হলে ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি সুলঞ্জনা রাউল। এরপরের মিনিটেই লাল-হলুদের হয়ে ব্যবধান বাড়ান অষ্টম ওরাও। বামপ্রান্ত থেকে সুলঞ্জনার বাড়ানো বল পেয়ে ফাঁকায় দাঁড়ানো অষ্টমকে পাস দেন সেই ফাজিলা। যা থেকে সহজেই চতুর্থ গোলটি করে যান ইস্টবেঙ্গলের এই বঙ্গ তনয়া। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন ফাজিলা। এই গোলের ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নীতা এফসির পিয়ারি জাজা’র সঙ্গে শীর্ষস্থানে উঠে এলেন তিনি। বর্তমানে দুজনের গোলসংখ্যাই আট।
Advertisement
এদিকে, খেলার ৭৯ মিনিট নাগাদ বিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মাথায় গুরুতর চোট পান লাল-হলুদের উগান্ডার এই স্ট্রাইকার। এরফলে, মাঠের মধ্যে কিছুক্ষনের জ্ঞান হারান তিনি। পরবর্তীকালে হেঁটেই সাজঘরে ফিরতে দেখা যায় তাঁকে। যদিও, ম্যাচ শেষে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। আগামী শুত্রুবার গোকুলাম কেরালার বিরুদ্ধে সম্ভবত তাঁকে পাচ্ছেন না অ্যান্থনি অ্যান্ড্রুজ। অন্যদিকে, মঙ্গলবারই ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে।
Advertisement
Advertisement



