গােয়ার বিরুদ্ধে আজ জয়ের ধারা বজায় রাখতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ ফাওলার

প্রথম জয় পাওয়ার ঠিক দুদিন বাদেই অর্থাৎ আজ বুধবার এফসি গােয়ার বিরুদ্ধে রাউন্ড রবিন লিগের নবম ম্যাচে খেলতে নামছে রবি ফাওলারের দল।

Written by SNS Goa | January 6, 2021 6:30 pm

ম্যাচের একটি দৃশ্য। (Photo: IANS)

প্রথমবার আইএসএলের আসরে খেলার সুযােগ। পেয়ে অষ্টম ম্যাচে প্রথম জয়ের মুখ দেখতে পেয়েছে এসসি ইস্টবেঙ্গল রবিবার ওড়িশা এফসিকে হারিয়ে। এখন তাদের সংগ্রহে আট ম্যাচে ছয় পয়েন্ট। এবং এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গল পয়েন্ট টেবলে রয়েছে দশমস্থানে। প্রথম জয় পাওয়ার ঠিক দুদিন বাদেই অর্থাৎ আজ বুধবার এফসি গােয়ার বিরুদ্ধে রাউন্ড রবিন লিগের নবম ম্যাচে খেলতে নামছে রবি ফাওলারের দল।

তবে, গােয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে ফাওলার দলের খেলােয়াড়দের কড়াবার্তা দিয়ে রেখেছেন, জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। সাতটি ম্যাচে জয় দেখতে না পাওয়ার পর জয়ের মুখ দেখাটা একটা কঠিন ব্যাপার। কিন্তু আমরা কঠিন কাজটাকে সফল করে দেখিয়েছি জয় তুলে নিয়ে। তাই এই সুযােগটা হাতছাড়া করতে দিলে চলবে না। এই জয়ের ধারা বজায় রেখে সব কিছু পরিবর্তন করে দিতে হবে।

নিজেদের ক্ষমতার প্রতি সুবিচার করলে জেতা সম্ভব। তবে একটা ম্যাচ জিতেই উচ্ছাসে ভেসে যাওয়ার মতন কিছু হয়নি। ফুটবলে ফলাফল কখনও আপনার পক্ষে যাবে, কখনও বিপক্ষ দলের হয়ে। তবে ভালাে ফলের আশা করতে গেলে নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে হবে।

সেখানে আমরা যদি আমাদের সেরা খেলাটা মেলে ধরতে পারি তাহলে জয়ের ধারাটা বজায় রাখতে পারব, এমন কথাই জানালেন রবি ফাওলার। তবে প্রথম ম্যাচে খেলতে নেমে ব্রাইট চমক দেখিয়েছেন। সেখানে তাকে আজ প্রথম থেকেই খেলতে নামাবেন কোচ ওলার সেটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। তবে ব্রাইট, জ্যাক মাঘােম, অ্যান্টনি পিকিংটন কম্বিনেশন যেকোনাে প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নেবে।