• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

কুলদীপকে কেন খেলানাে হল না, প্রশ্ন ভনের

ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টকে এক হাত নিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, কেন কুলদীপ যাদবকে প্রথম একাদশে রাখা হল না।

কুলদীপ যাদব (Photo: IANS)

ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টকে এক হাত নিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, কেন কুলদীপ যাদবকে প্রথম একাদশে রাখা হল না। এটা তাে আমার মাথায় ঢুকছে না। তার জায়গায় শাহবাজ নদিমকে কি করে প্রথম পছন্দের তালিকায় রাখা হল এটা ভাবার বিষয় রয়েছে।

যদি কুলদীপকে খেলানাে হত তা হলে অনেক সুযােগ পেত ভারতীয় অধিনায়ক। কিন্তু হঠাৎ করে কেন সিদ্ধান্ত বুঝতে পারছি না। যাইহােক ইংল্যান্ড অধিনায়ক জোয়ে রুট যে ইনিংসটা খেললেন তা সত্যিই অসাধারণ।

Advertisement

শততম টেস্টে শতরান করার জন্য আমি ওঁকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাই। এবং দ্বিতীয়দিনে যদি রুট দাঁড়িয়ে যায় তা হলে ভারতীয় বােলারদের কপালে দুঃখ নাচচ্ছে।

Advertisement

Advertisement