• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

সৌরভের বিরুদ্ধে অভিযোগ বিসিসিআইয়ের দরবারে

একাধারে সিএবির সভাপতি অন্যদিকে দিল্লি ক্যাপিটলস দলের পরামর্শদাতা হিসাবে চলতি দ্বাদশ আইপিএলে দিল্লি ক্যাপিটলস দলে যোগ দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে স্বার্থ সংঘাতের প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছিল বারংবার। কিন্তু আইপিএলে দ্বিমুখী এই ভুমিকা বিশেষ আমল দিতে চাননি সিএবির সভাপতি।

সৌরভ গাঙ্গুলি (Photo: IANS)

নিজস্ব প্রতিনিধি – একাধারে সিএবির সভাপতি অন্যদিকে দিল্লি ক্যাপিটলস দলের পরামর্শদাতা হিসাবে চলতি দ্বাদশ আইপিএলে দিল্লি ক্যাপিটলস দলে যোগ দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে স্বার্থ সংঘাতের প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছিল বারংবার। কিন্তু আইপিএলে দ্বিমুখী এই ভুমিকা বিশেষ আমল দিতে চাননি সিএবির সভাপতি। কিন্তু দাদা এই ব্যাপারটা আমল না দিতে চাইলে কি হবে? দুই ক্রিকেট অনুরাগীর তরফ থেকে এবার সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল বোর্ডের অম্বুডসম্যান ডিকে জৈনের কাছে। আগামি ১২ এপ্রিল নাইটরা হোম ম্যাচ খেলবে দিল্লির বিরুদ্ধে। সিএবি পরিচালিত ইডেন উদ্যানে ওই ম্যাচের আয়োজক হিসেবে যখন সভাপতি সৌরভ গাঙ্গুলির ভূমিকা গুরুত্বপূর্ণ ঠিক তেমনই দিল্লি ডাগ আউটে পরামর্শদাতা হিসেবেও তাঁকে দেখা যাবে। অর্থাৎ ওই ম্যাচে সৌরভ গাঙ্গুলির ভুমিকা ঠিক কি হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করে ডিকে জৈনকে চিঠি দিলেন রঞ্জিত কুমার শীল ও ভাস্বতী সান্তায়া নামে দুই ক্রিকেট অনুরাগী। তবে, এই ব্যাপারটা সাধারণত সকলের চোখে আঙুল দিয়ে দেখানোর মতনই। কারণ, যেকোনো রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কোনও আইপিএল ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত নন। সেখানে সৌরভ দু’টি ভুমিকা পালন করছেন। পাশাপাশি সৌরভের অনুপস্থিতিতে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ চলাকালীন ইডেনের ফ্লাড লাইট নিভে গিয়েছিল। সেখানে পুরো ব্যাপারটাই সিএবির সভাপতির দেখার কথা। কিন্তু, সৌরভ এখন শহরে নেই তিনি দিল্লিতে রয়েছেন। সেই অর্থে ব্যাপারটা সকলের নজর কেড়েছে।

Advertisement

Advertisement