সিএবি’র কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তিনি আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে এমন অভিযোগও শোনা যাচ্ছে। এ বাদেও অন্যান্য বিষয় তাঁর বিরুদ্ধে কথা উঠেছে। এই মুহূর্তে তিনি আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে চলেছেন। তাই সরাসরি আইনের লড়াইয়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন সিএবি’র কোষাধ্যক্ষ। কিন্তু ইতিমধ্যেই আদালতে একটা বড় ধাক্কা সইতে হল সিএবি’র কোষাধ্যক্ষকে। বলা হয়েছে, প্রবীর চক্রবর্তী এবং তাঁর সংস্থা কোয়ালিটি কেমিক্যালসের বিরুদ্ধে পুলিশকে মামলা রুজু করার জন্য আলিপুর আদালতের বিচারপতি মৌমিতা রায় নির্দেশ দিয়েছেন। আগামী ৭ আগস্ট এই মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে। এদিনই লেক থানার অফিসার ইন চার্জকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌমিতা রায়।
এই রায়ে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশে প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে সব অভিযোগের তদন্ত করে একটা রিপোর্ট জমা দিতে হবে। আরও বলা হয়েছে, প্রবীর চক্রবর্তীর সংস্থা কোয়ালিটি কেমিক্যালসে ৬ লক্ষ টাকা পাঠানো হয়েছে উয়াড়ি ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এই অভিযোগ এসেছে, উয়াড়ি ক্লাবের সদস্যদের পক্ষ থেকে। আর এরই মধ্যে গত সোমবার ৭ জুলাই ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসে প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা অভিযোগের শুনানি করল সিএবি’র এথিক্স কমিটি। সিএবি’র এথিক্স কমিটির অফিসার প্রাক্তন বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় অভিযোগ নিয়ে শুনানি করেন। সেই শুনানিও সিএবি’র কোষাধক্ষকে খুব একটা শান্তিতে থাকতে দেননি। বরঞ্চ অস্বস্তির মেঘ ক্রমেই জমাট বাঁধছে।
Advertisement
সিএবি’র কোষাধ্যক্ষের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তার মধ্যে দু’টি অভিযোগ নিয়ে ময়দান তোলপাড়। বেশ কিছুদিন ধরেই কলকাতা ময়দানে প্রবীর চক্রবর্তীর নামে নানারকম গুঞ্জন শুরু হয়েছিল। প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের অভিযোগ লোঢা কমিটির সুপারিশে তৈরি ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে প্রত্যেক রাজ্য ক্রিকেট সংস্থার সংশোধিত গঠনতন্ত্রে বলা হয়েছে, এক ব্যক্তি এক পদেই থাকতে হবে। কিন্তু দেখা গেল, প্রবীর চক্রবর্তী উয়াড়ি ক্লাবের সচিব আবার সিএবি’র কোষাধ্যক্ষ। তা নিয়েও সিএবিতে তোলপাড় প্রবীর চক্রবর্তীকে নিয়ে। উয়াড়ি ক্লাবের বেশ কিছু সদস্য কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছেন। এথিক্স কমিটির ভারপ্রাপ্ত অফিসারকে আগের শুনানির দিন অবশ্য আইনজীবী মারফত প্রবীর চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি আর উয়াড়ি ক্লাবের সচিব নন। ইস্তফা দিয়েছেন ওই পদ থেকে। পদত্যাগের কপি তুলে দেওয়া হয়।
Advertisement
আবার প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ করার একটা গুরুতর অভিযোগ উঠেছে। উয়াড়ি ক্লাবের একাধিক সদস্য আদালতের দ্বারস্থ হয়ে একের পর এক অভিযোগ করেছেন। বলা হয়েছে, সিএবি থেকে ক্লাবের জন্য বরাদ্দ অনুদান ক্লাবের অ্যাকাউন্টে না পাঠিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে ওই টাকা ট্রান্সফার করেছেন প্রবীর চক্রবর্তী। লেক থানাতে এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। অভিযোগের ভিত্তিতে সোমবার সিএবি’র এথিক্স অফিসারের শুনানিতে দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে সওয়াল-জবাব চলে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘ট্র্যাক্টেবল’ নাকি ‘ইনট্র্যাক্টেবল’? প্রথমটির ক্ষেত্রে যদি স্বার্থের সংঘাতের অভিযোগ থাকে, সেক্ষেত্রে এথিক্স অফিসার অভিযুক্তকে যে কোনও একটি পদকে বাছাই করতে বলতে পারেন। সেক্ষেত্রে একটি পদ থেকে ইস্তফা দিয়ে দিলে বিতর্কের আর প্রয়োজন হয় না। তাতে দেখা যাচ্ছে প্রবীর চক্রবর্তী উয়াড়ি ক্লাবের সচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
আর যদি ঘটনটি ‘ইনট্র্যাক্টেবল’ হয়, সেক্ষেত্রে সিএবি’র এথিক্স অফিসার নিয়ম জানিয়ে দিয়ে বলতে পারেন, যদি দু’টি পদে থাকাকালীন ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠে, তাহলে অভিযুক্ত ব্যক্তি একটি পদ থেকে ইস্তফা দিলেও খতিয়ে দেখতে হবে। সেখানে ব্যাপারটি বৈধ, নাকি অবৈধ তা প্রমাণ করার প্রয়োজন থাকে। সেক্ষেত্রে আইনজীবী মারফত কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী যে মস্ত নথি জমা দিয়েছেন, তাতে ব্যাপারটি পুরোপুরি পরিষ্কার নয়। সেই কারণেই আগামী শুক্রবার ১১ জুলাই ফের শুনানিতে ডাকা হয়েছে। আবার ১৯ জুলাই ওম্বাডসম্যানের শুনানি। স্বাভাবিকভাবে সিএবি’তে কোষাধ্যক্ষকে নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
এদিকে সামনেই রয়েছে সিএবি’র নির্বাচন। সেই নির্বাচনে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে বিরোধী দল সংগঠিত হচ্ছে কিনা, সে বিষয়ে পরিষ্কার ধারণা নেই। ইতিমধ্যেই সিএবি’র প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি নির্বাচনীর হাওয়া উত্তপ্ত করতে অনুমোদিত সংস্থা ও ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পরে সৌরভ গাঙ্গুলিকে কোনও সময় জেলার মাঠে দেখতে পাওয়া যায়নি। নির্বাচনের তাগিদে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ২৪ পরগনা, আবার কখনও কলকাতা ময়দান থেকে আড়িয়াদহের মাঠে ছুটছেন সম্পর্ক তৈরি করার জন্য। তিনি নিজে এখনও পর্যন্ত জানাননি নির্বাচনে দাঁড়াবেন কিনা। তবে, গাঙ্গুলি পরিবার থেকে আবার সিএবি’র প্রশাসনের দায়িত্বে কোনও এক ব্যক্তি আসবেন, তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার সিএবি’তে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির ৫৩তম জন্মদিন বিশেষ উৎসাহের সঙ্গে পালন করা হল।
Advertisement



