অবসর ঘোষণা করলেন বোলিঞ্জার

সিডনি- প্রাক্তন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার ডাগ বোলিঞ্জার সোমবার ক্রিকেটের প্রতিটি ফর্মাট থেকে অবসরের কথা ঘোষণা করলেন।

Written by SNS New Delhi | February 6, 2018 8:43 am

ডাগ বোলিঞ্জার (File Photo: Twitter/@ICC)

সিডনি- প্রাক্তন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার ডাগ বোলিঞ্জার সোমবার ক্রিকেটের প্রতিটি ফর্মাট থেকে অবসরের কথা ঘোষণা করলেন।

বোলিঞ্জার ২৮ বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে ২০০৯ সালে টেস্ট ক্রিক্রেটে অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন। তিনি মাত্র বারটি টেস্টে পঞ্চাশটি উইকেট সংগ্রহ করেছিলেন। সেরা বোলিং হচ্ছে ২৮ রানে পাঁচটি উইকেট। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে জীবনের সেরা বোলিং করেছিলেন এই বাঁ-হাতি পেসার।

এছাড়া একদিনের ম্যাচে ৩৯ টি ও টেস্ট ম্যাচে ৬২ টি উইকেট সংগ্রহ করেছিলেন তিনি। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে নয় টি-টোয়েন্টি ম্যাচে পাওয়া নয়টি উইকেট। বোলিঞ্জার চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে ভারতীয় প্রিমিয়ার লিগ-এ খেলতে নেমেছিলেন।

একটি বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘এটা একটা সেরা সফর ছিল। অনেক কিছু পেয়েছি আমি ক্রিক্রেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। আমি অনেক ভালো অধিনায়কের তত্ত্বাবধানে খেলতে নেমেছি। প্রত্যেকেই আমায় অনেক সাহায্য করেছেন’।