বিসিসিআই আপাততভাবে এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আইপিএল। যদিও ভারত-পাক যুদ্ধের আবহের মধ্যেই ভারতীয় বোর্ড আইপিএল নিয়ে তাঁদের পরবর্তী পরিকল্পনা তৈরি করে রাখছে। জানা গিয়েছে যে এক সপ্তাহের মধ্যে যদি যুদ্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তাহলে কোন ম্যাচ দিয়ে দ্বিতীয় দফা শুরু হতে চলেছে, সেই পরিকল্পনাও সেরে ফেলেছে বোর্ড। বিসিসিআই চাইছে সীমান্তবর্তী যে রাজ্যগুলিতে খেলা ছিল তার পরিবর্তে অন্য মাঠে তা আয়োজন করা। তাই দেশের দক্ষিণের রাজ্যগুলিতে বাকি ম্যাচগুলি আয়োজন করার চিন্তা করা হচ্ছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, ও হায়দরাবাদের নাম। আরও জানা গিয়েছে পাঞ্জাব-দিল্লি ম্যাচ দিয়েই শুরু হতে পারে আইপিএলের দ্বিতীয় দফা।
বিসিসিআই সূত্রে খবর, দলগুলিকে ইতিমধ্যেই তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে কারণ বোর্ডের একটা বড় অংশ চায় দু’সপ্তাহের মধ্যে আইপিএল শেষ করতে। এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখছে বোর্ড। এবার এই চারটে শহর, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদকে নির্বাচন কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়। তবে পাকিস্তান ও ভারতের যুদ্ধ বিরতি হওয়ায় অনেক সিদ্ধান্তই বদলে যেতে পারে। এই শহরগুলিতে খেলা হলে ক্রিকেটারদের যাতায়াতের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না। উল্লেখ করা যায় যে, এখনও আইপিএলে বাকি রয়েছে ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, এবং চারটি প্লে অফ ম্যাচ এবং ফাইনাল।
Advertisement
Advertisement
Advertisement



