জুনিয়রদের উপর আস্থা রেখে বিরাটহীন টি২০ বিশ্বকাপ!

Written by SNS March 17, 2024 4:18 pm

মুম্বই– টি২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে কি সত্যিই দলে রাখা হবে না! এ নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন হাওয়া ভেসে বেড়াচ্ছে৷ তাঁকে দলে নেওয়ার ব্যাপারে ভোট দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা৷ কৃষমাচারি শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বিরাটকে নিয়ে অনেক কিছু বলেছেন৷ তাঁর মতে কী করে বিরাটকে বাইরে রাখার কথা ভাবা হতে পারে! চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতে হলে বিরাটকে অবশ্যই দলে রাখতে হবে৷ দুবছর আগে টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ইনিংসের কথা কি সবাই ভুলে গেলেন৷ ব্যক্তিগত কারনের জন্য ঘরের মাঠে বিরাট খেলতে পারেনি৷ তাই বলে টি২০ বিশ্বকাপে তাকে দলের বাইরে রাখার কথা কী করে ভাবা যাবে!

শ্রীকান্ত বলছেন বটে, তবে বিরাটকে নিয়ে এমন ভাবনা নির্বাচকরা সত্যিই ভাবতে শুরু করে দিয়েছেন৷ এখনও পর্ষন্ত তাঁদের ভাবনায় বিরাট নেই৷ নির্বাচকরা চাইছেন বিরাটের জায়গায় একজন জুনিয়র ক্রিকেটারকে খেলাতে৷ যেমন সূর্ষকুমরা যাদব, রিঙ্কু সিং, শিভম দুবে, তিলক ভার্মাদের মতো ক্রিকেটারদের দলে নিয়ে সেই জায়গা ভরটা করতে৷ হয়তো রিঙ্কুকে ছয় বা সাত নম্বরে আনা যাবে৷ তাই হলে বাকিরা কোথায় খেলবেন!

কিন্ত্ত বিরাটের সঙ্গে এ নিয়ে কী কথা বলা হবে! নাকি তাঁকে দলে রাখা হবে না৷ সোজাসুজি বাদ দেওয়া হবে! না, শোনা যাচ্ছে এমন ভাবনা নির্বাচকদের নেই৷ তাঁরা বিরাটের সঙ্গে কথা বলবেন৷ তাঁকে বোঝাবার চেষ্টা করবেন ভবিষ্যতের কথা মাথায় রেখে বেশ কয়েকজন জুনিয়র ক্রিকেটারকে এই টুর্নামেন্টে দেখে নিয়ে চান৷ তাই বিরাট এই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিলে তাঁদের পক্ষে কাজটা সুবিধা হয়ে যাবে৷ এ ব্যাপারে বিরাটের সঙ্গে সম্ভবত কথা বলতে পারেন নির্বাচক প্রধান অজিত আগারকার৷ এরপর বাকিটা নির্ভর করবে বিরাটের সিদ্ধান্তের উপর৷

এখনও পর্ষন্ত বিরাট কোহিলকে বাইরে রেখে নির্বাচকরা একটা প্রাথমিক খসড়া বানিয়ে ফেলেছেন৷ আইপিএল দেখার কথা তাঁরা ভাবছেন না৷ এখন যদি বিরাট আইপিএলে ভাল খেলেন, তখন তাঁরা কি করবেন! সেটা পরে কথা৷ তার আগে বিরাটের সঙ্গে বসে এই ব্যাপারটি সেরে ফেলতে চান৷ এই বছরের গোড়ায় ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচে বিরাট কিছুই করতে পারেননি৷ ২৯ এবং ০, ছাড়া তাঁর ব্যাটে কিছু পাওয়া যায়নি৷ তাই তাঁকে দলে না নিলে বড় সমস্যা হয়ে যাবে, এমনটা ভাবছেন না নির্বাচকরা৷

টি২০ বিশ্বকাপ হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে৷ বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের উইকেট বেশ মন্থর৷ সেখানে বিরাটের মতো আক্রমনাত্মক ব্যাটসম্যানের পক্ষে বড় রান করা কঠিন হয়ে পড়বে৷ তাই তাঁকে দলে না নিয়ে জুনিয়র কাউকে রাখলে ভাল হবে৷ এই যুক্তি কতটা মেনে নেওয়া যায়৷ ওয়েস্ট ইন্ডিজের উইকেট মন্থর হলে বিরাট রান করতে পারবেন না, এমনটা ভাবার কোনও কারন থাকতে পারে না৷

জুনিয়রদের দলে নিতে বিরাটকে ছাঁটতে হলে অন্য কারন দেখাতে হবে৷ জুনিয়রদের দেখে নিতে চাই, এই যুক্তিটা চলতে পারে৷ এখন দেখার বিষয়, একথা শোনার পর বিরাট আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কতটা আগ্রহী হবেন৷ তাঁর কাছে তো একটা ইঙ্গিত দিয়ে রাখা হচ্ছে৷ তা হলে কি ভবিষ্যত পডে় নিতে বলা হচ্ছে! হতেও পারে৷ বিরাট এখনও আইপিএল খেলতে আরসিবি-তে যোগ দেননি৷ তিনি এলে ছবিটা পরিস্কার হতে পারে৷