• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

নতুন বছরে মোহন সমর্থকদের বড় উপহার

বিনিয়োগকারী সংস্থার কণর্ধার সঞ্জীব গোয়েঙ্কার দল ও ফুটবলের প্রতি আন্তরিকতার পরিচয় পাওয়া গেল। অবশ্য এর আগেও এই ধরনের উপহার দিতে দেখা গিয়েছিল।

যুব ভারতী স্টেডিয়ামে গত শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস জয় তুলে নেয়। এই ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন সবুজ মেরুন দলের বিনিয়োগকারী সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এই ম্যাচ তিনি দারুনভাবে উপভোগ করেন। তাঁর পাশে ছিলেন ফুটবল সচিব স্বপন ব্যানার্জি। দুজনের মধ্যে দলের অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন। চলতি বছরে মোহনবাগানে ঘরের মাঠে কোনও খেলা নেই।

পরবর্তী ম্যাচ খেলতে যাবে দল গোয়াতে। সেখানে গোয়া এফসি-র চ্যালেঞ্জ ছুড়ে দেবে মোহনবাগান। মোহনবাগান পিছিয়ে থেকে দারুন কামব্যাক করে কেরল দলকে পরাস্ত করে। দুরন্ত জয় থেকে সঞ্জীব গোয়েঙ্কা আপ্লুত। তখনই সিদ্ধান্ত নিয়ে তিনি সমর্থকদের নতুন বছরে বড় উপহার দেবেন বলে ঘোষণা করেন। আগামী ২৬ ডিসেম্বর মোহনবাগান খেলবে বাইরের মাঠে পাঞ্জাব এফসি-র বিপক্ষে।

Advertisement

আর নতুন বছরের ২ জানুয়ারি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের খেলা রয়েছে হায়দরাবাদ এফসি-র সঙ্গে। ওই ম্যাচে মোহনবাগানের সমর্থকদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে খেলা দেখবার জন্যে। বিনিয়োগকারী সংস্থার কণর্ধার সঞ্জীব গোয়েঙ্কার দল ও ফুটবলের প্রতি আন্তরিকতার পরিচয় পাওয়া গেল। অবশ্য এর আগেও এই ধরনের উপহার দিতে দেখা গিয়েছিল।

Advertisement

অতীতে যখন মোহনবাগান আইএসএল ফুটবলে নক আউটে চ্যাম্পিয়ন হয়েছিল-তখন সমর্থকদের আবেগকে মান্যতা দিয়ে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান ক্লাবের আগে এটিকে সরিয়ে দেন। অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা শিল্পপতি হতে পারেন কিন্তু ফুটবল প্রেমী হিসেবে সমর্থকদের বুঝিয়ে দিলেন মোহনবাগান আমার প্রাণ। এমন কী আইপিএল ক্রিকেটে লখনউ সুপার কিংস তাঁর নিজের দল। ক্রিকেটের কথা বলতে গিয়ে বড় গলায় তিনি মোহনবাগান ক্লাবের ঐতিহ্যকে তুলে ধরেছিলেন। তাই নতুন বছরে সমর্থকদের কাছে উপহার তুলে দিয়ে সঞ্জীব গোয়েঙ্কা সবাইকে স্বাগত জানাবেন।

Advertisement