• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দশ বছর বাদে সাব-জুনিয়র ফুটবলে ভারতসেরা বাংলা

সেমিফাইনালেও খেলার গুরুত্বপূর্ণ সময়ে তাঁর গোলেই মণিপুরের বিরুদ্ধে সমতা ফিরিয়েছিল বাংলা। খেতাব জিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত বাংলার কোচ গৌতম ঘোষ।

নিজস্ব চিত্র

সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলা দল। ফাইনালে পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু হর গোবিন্দ সাই স্টেডিয়ামে ৩-০ গোলে দিল্লিকে হারালো তারা। এরফলে, দীর্ঘ দশবছর পর ফের একবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বাংলা। এদিন খেলার শুরু থেকে যথেষ্ট দাপট ছিল বাংলার ফুটবলারদের। মূলত, তাঁদের দাপটেই চাপে পরে যায় দিল্লির রক্ষণ। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলার হয়ে হ্যাটট্রিক করেন সাগ্নিক কুণ্ডু। এই টুর্নামেন্টের প্রায় প্রতিটা ম্যাচেই গোলের মধ্যে ছিল সে।

সেমিফাইনালেও খেলার গুরুত্বপূর্ণ সময়ে তাঁর গোলেই মণিপুরের বিরুদ্ধে সমতা ফিরিয়েছিল বাংলা। খেতাব জিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত বাংলার কোচ গৌতম ঘোষ। তিনি এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন দলের ফুটবলারদের। তরুণদের এই সাফল্যে বেশ খুশি আইএফএ সচিব অনির্বাণ দত্ত। বিজয়ী দলকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে বলা যায়, সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে বছরটা শুরু করেছিল বাংলার সিনিয়র ফুটবল দল। চলতি মরসুমে জুনিয়র দলের এই খেতাব জয় যে বাংলা ফুটবলের মুকুটে আরও একটা পালক যোগ করলো, তা বলাই বাহুল্য।

Advertisement

এখানে উল্লেখ করা যেতে পারে, মোহনবাগান সুপার জায়েন্টের অনূর্ধ্ব-১৪ দলের ছ’জন খেলোয়াড় এবার বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সাগ্নিকও সেই সবুজ-মেরুনের আবিষ্কার। সাগ্নিক প্রতিটা খেলায় গোল করে সবার নজর কেড়ে নিয়েছে। সে এই টুর্নামেন্টে মোট দশটি গোল করেছে। আর সিধু সোরেন তিনটি গোল করে বাংলাকে ভালো জায়গায়  পৌঁছে দিয়েছে।

Advertisement

Advertisement