• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রেলকে লাইনচ্যুত করে বড় জয় তুলে নিল বাংলা

শাহবাজের সাতটি উইকেট

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলার বোলারদের বিস্ফোরণে রেলওয়েজ দল লাইন থেকে ছিটকে গেল। আশা করা গিয়েছিল, তৃতীয় দিনের শেষেই অধিনায়ক সুদীপ ঘড়ামির বাংলা দল বড় ব্যবধানে জয় তুলে নেবে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে। সেই ভাবনা সত্যি হল। বাংলা বড় জয় পেল। রেলওয়েজ দলকে এক ইনিংস ও ১২০ রানে হারিয়ে বোনাস সহ পুরো সাত পয়েন্ট বাংলা ঘরে তুলে নিল। এই মুহূর্তে গ্রুপ ‘সি’-র শীর্ষে পৌঁছে গিয়েছে বাংলা।

মঙ্গলবার রেলওয়েজ দল পাঁচ উইকেটে ৯০ রান নিয়ে খেলা শুরু করে। প্রথম ইনিংসে রেলওয়েজ দলের হয়ে ভার্গব মেরাই ও উপেন্দ্র যাদব বড় রান করে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে এসেছিলেন। যখন রেলওয়েজ দল ব্যাট করতে আসে, তখন উইকেটে ছিলেন ভার্গব ও উপেন্দ্র। অনেকে আশা করেছিলেন, প্রথম ইনিংসের মতো এই জুটি বড় রান স্কোরবোর্ডে যোগ করবে। কিন্তু তা হল না। ভার্গব ২৬ ও উপেন্দ্র ২১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। আর অন্যদিকে বাংলার দুরন্ত বোলার শাহবাজ আহমেদ যে জাদু দেখালেন, তা দেখে সত্যি অবাক হতে হয়। এদিনের পাঁচটা উইকেট তুলে নিয়েছেন শাহবাজ। রেলওয়েজ দল মাত্র ৪২ রান যোগ করে দ্বিতীয় ইনিংস শেষ করে। স্কোরবোর্ডে শোভা পেল রেলওয়েজ দলের দ্বিতীয় ইনিংস ১৩২ রানে সবাই আউট হয়ে গেছেন। আর বাংলার বাঁ-হাতি অলরাউন্ডার শাহবাজ যে ভেল্কি দেখালেন, তাতেই রেলওয়েজ দল লাইনচ্যুত হয়ে গেল। শাহবাজ ৫৬ রান দিয়ে সাতটি উইকেট নিজের ঝুলিতে তুলে নিয়েছেন। বল করেছেন ২২.৫ ওভার।

Advertisement

প্রথম ইনিংসে বাংলা ৪৭৪ রান করে। রেলওয়েজ দলকে ফলোঅন করে বাংলার এই দারুণ জয় পরবর্তী পর্যায়ের খেলায় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। এই মুহূর্তে বাংলার ঘরে ২০ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে রয়েছে সমসংখ্যক খেলায় হরিয়ানা ১৮ পয়েন্ট নিয়ে। তিন নম্বরে জায়গা পেয়েছে ১৬ পয়েন্ট নিয়ে উত্তরাখণ্ড। সার্ভিসেস এই মুহূর্তে ৪ নম্বরে অবস্থান করছে। তাদের সংগ্রহে ১৩ পয়েন্ট। এবারের রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা প্রথম ম্যাচ থেকেই আগ্রাসী ভূমিকা নিয়ে খেলতে থাকে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে। প্রথম ম্যাচেই ইডেন উদ্যানে বাংলা উত্তরাখণ্ডকে হারিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয় খেলায় বাংলা মুখোমুখি হয়েছিল গুজরাতের বিরুদ্ধে। ওই ম্যাচেও জয় তুলে নেয় এবং ৬ পয়েন্ট বাংলার ঘরে জমা পড়ে। ১২ পয়েন্ট নিয়ে বাংলা দল উড়ে যায় ত্রিপুরার বিরুদ্ধে খেলার জন্য। দুর্বল দল ত্রিপুরার বিরুদ্ধে খেলতে নেমে বাংলা দল হোঁচট খায়। খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। বাংলার ঘরে আসে মাত্র ১ পয়েন্ট।

Advertisement

Advertisement