• facebook
  • twitter
Saturday, 25 January, 2025

১১ বছর বাদে বাংলা ফাইনালে

৫০ ওভারে বাংলা ৮ উইকেটে ২৮৫ রান করে। বাংলার হয়ে বিশাল ভাতি দারুণ ব্যাট করেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১১১ রান। তিনি খেলেছেন ১১৭টি বল।

১৯ বছর বয়সী ভিনু মানকড় ট্রফিতে ফাইনালে খেলার ছাড়পত্র পেল বাংলা ক্রিকেট দল। দীর্ঘ ১১ বছর বাদে এই যোগ্যতা অর্জন করল বাংলা। বৃহস্পতিবার রাজকোট সেমিফাইনাল ম্যাচে বাংলা ১৩১ রানে ছত্তিশগড়কে হারিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছে যায়। ৫০ ওভারে বাংলা ৮ উইকেটে ২৮৫ রান করে। বাংলার হয়ে বিশাল ভাতি দারুণ ব্যাট করেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১১১ রান। তিনি খেলেছেন ১১৭টি বল।

অঙ্কিত ও আশুতোষ কুমার ভালো খেলার নজির গড়েন। ছত্তিশগড় তার জবাবে খেলতে নেমে ৪১.২ ওভারে ১৫৪ রান করে সবাই আউট হয়ে যান। বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী এই জয়ের জন্যে বাংলার সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।