• facebook
  • twitter
Wednesday, 14 May, 2025

জঙ্গি হামলার পরেই বড় সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই

পহেলগামে হামলার প্রতিবাদে কঠোর সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। এই মর্মান্তিক ঘটনার জেরে আইসিসির কোনও ইভেন্টেই পাকিস্তানের মুখোমুখি হবে না ভারত।

প্রতীকী চিত্র

কাশ্মীরের পহেলগামে হামলার প্রতিবাদে কঠোর সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। এই মর্মান্তিক ঘটনার জেরে আইসিসির কোনও ইভেন্টেই পাকিস্তানের মুখোমুখি হবে না ভারত। এর আগে দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তা চালু হওয়ার কোনও সম্ভাবনাই নেই সেটিও স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। পহেলগাম হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী দিনে কোনও আইসিসি ইভেন্টে ভারত এবং পাকিস্তানকে যাতে এক গ্রুপে না রাখা হয়, সেই মর্মে আইসিসিকে চিঠি দিতে চলেছে ভারতীয় বোর্ড।

এক যুগের উপর হয়ে গেল দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল (২০১২-২০১৩ সালে)। তারপর থেকে শুধু আইসিসি ইভেন্টেই এই দুই দেশ মুখোমুখি হয়। কিন্তু মঙ্গলবার পহেলগাঁও হামলার পর ক্রিকেট মহলের একাংশ থেকেই পাকিস্তানের সঙ্গে সবরকম ক্রিকেটীয় সম্পর্ক ত্যাগ করার দাবি ওঠে। এই পরিস্থিতিতেই এমন বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় বোর্ড। যদি নক-আউট পর্বে দুই দলের দেখা হয়ে যায়, তখন ভেবে দেখা যাবে। ইতিমধ্যেই বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লা বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী দিনে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ভাববে না বিসিসিআই।