ভারতে আয়োজিত টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের না আসার সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। এই প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘ভারতে না এলে ক্ষতি ভারতের নয়, ক্ষতি বাংলাদেশেরই।’
আজহারউদ্দিন বলেন, ‘ভারত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বাজার। এখানে খেলা মানে শুধু ম্যাচ খেলা নয়, এটা অভিজ্ঞতা, প্রতিযোগিতা, মানসিক শক্তি আর আন্তর্জাতিক মানের ক্রিকেট সংস্কৃতির অংশ হওয়া। বাংলাদেশ যদি রাজনৈতিক বা অন্য কোনও কারণে ভারতে খেলতে না আসে, তাহলে সেটা তাদের ক্রিকেটের ভবিষ্যতের পক্ষেই ক্ষতিকর।’
Advertisement
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা দলের বিরুদ্ধে খেলার সুযোগ। এমন টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া মানে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা থেকে নিজেদের ক্রিকেটারদের বঞ্চিত করা। এতে খেলোয়াড়দের উন্নয়ন থমকে যাবে।’
Advertisement
সূত্রের খবর, নিরাপত্তা ও প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত সফর নিয়ে আপত্তি তোলে এবং দল না পাঠানোর সিদ্ধান্ত জানায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক ক্রিকেট মহলে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র কূটনৈতিক বা রাজনৈতিক নয়, এর বড় প্রভাব পড়তে চলেছে ক্রীড়া সম্পর্কের উপরও।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ভারতীয় কন্ডিশনে খেলা বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে না খেললে অভিজ্ঞতা, মানসিক প্রস্তুতি ও চাপ সামাল দেওয়ার দক্ষতায় ঘাটতি তৈরি হবে। এক প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারের বক্তব্য, ‘ভারতে খেলা মানে সবচেয়ে কঠিন পরিবেশে নিজেদের প্রমাণ করা। সেই সুযোগ হারানো মানে উন্নয়নের বড় মঞ্চ থেকে সরে দাঁড়ানো।’
আজহারউদ্দিন আরও বলেন, ‘খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। বিশ্বকাপ মানেই বিশ্বমঞ্চ। এখানে অংশ না নেওয়া মানে নিজেদের ক্রিকেটকে বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ হাতছাড়া করা।’
এই সিদ্ধান্ত ঘিরে এখন নজর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এবং টুর্নামেন্ট আয়োজকদের পরবর্তী পদক্ষেপের দিকে। বাংলাদেশের এই অবস্থান ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্টের সমীকরণে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।
Advertisement



