• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

‘ওর জন্যই আরসিবিকে সমর্থন করি’, কোহলিকে দেখে আবেগপ্রবণ অস্ট্রেলিয়ার মন্ত্রী

বিরাটের ফ্যানের তালিকায় অস্ট্রেলিয়ার মন্ত্রী টিম ওয়াটসও রয়েছেন। ইনস্টা পোস্টে একথা জানিয়েছেন স্বয়ং ওয়াটস। বিরাটের সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেছেন মন্ত্রী।

বিশ্বজুড়ে বিরাট কোহলির অসংখ্যা ভক্ত রয়েছে। ক্রিকেটারদের মধ্যে সোশাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যার নিরিখে বিরাট শীর্ষে। বিরাটের ফ্যানের তালিকায় অস্ট্রেলিয়ার মন্ত্রী টিম ওয়াটসও রয়েছেন। ইনস্টা পোস্টে একথা জানিয়েছেন স্বয়ং ওয়াটস। বিরাটের সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেছেন মন্ত্রী।

বিরাট কোহলির সহ অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সঙ্গে। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিনের গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে প্রধানমন্ত্রী সমস্ত ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন এবং আলাপচারিতা সারেন।

অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রকের সহকারী মন্ত্রী টিম ওয়াটস সংসদ ভবনে বিরাট কোহলির সঙ্গে তাঁর সাক্ষাতের একটি ছবি শেয়ার কর লিখেছেন, পার্লামেন্ট হাউসে প্রধানমন্ত্রীর একাদশের ম্যাচে আগে অস্ট্রেলিয়ান ও ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করাটা রোমাঞ্চকর ছিল। আমি আইপিএলে আরসিবিকে সমর্থন করি, তার একমাত্র কারণ হল বিরাট কোহলি। অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের মতো খেলেন তিনি। তাই তাঁর খেলা আমার খুব পছন্দ।

ভারতীয় দল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দু’দিনের গোলাপী বলের অনুশীলন ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের মুখোমুখি হবে। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানের জয় পেয়েছে ভারতীয় দল। আগামী ৬ ডিসেম্বর শুরু অ্যাডিলেড টেস্ট। ওই ম্যাচ থেকেই ভারতীয় দলে ফিরবেন রোহিত শর্মা। শুধু তাই-ই নয়, তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।

বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। যদিও মাত্র ১৫০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। অন্যদিকে মাত্র ১০৪ রানের গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেড়ে ৪৮৭ রান তুলে ডিক্লেয়ার করে দেয় ভারত। ৫৩৪ রান তাড়া করতে নেমে মাত্র ২৩৮ রানেই গুটিয়ে যায় অজিরা। ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অধিনায়ক যশপ্রীত বুমরা।