চাপটা ক্রমাগত বেড়ে গিয়েছে। এটিকে মােহনবাগানের উপর। তাও দলের ফুটবলারদের উপর কোনও চাপ দিতে চান না এটিকে মােহনবাগান দলের কোচ হাবাস। গত ম্যাচে মুম্বই সিটি এফসির কাছে হার এবং তার আগে এফসি গােয়ার সঙ্গে ম্যাচ ড্র করার পর এটিকে মােহনবাগান শিবিরে কিছুটা চাপ তৈরি হয়েছে।
তাই বৃহস্পতিবার চেন্নাইয়েন এফসির বিরুদ্ধে জয়ের মুখ দেখতে চান দলের ফুটবলাররা ও কোচ। খেলতে নামার আগে কোচ বলেন, দেখুন এটা একটা লম্বা প্রতিযােগিতা। সেখান থেকে আমাদের অনেকটা । দীর্ঘ পথ এগােতে হবে।
Advertisement
আর দীর্ঘ পথ এগোতে গেলে সময় রাস্তা পরিষ্কার থাকে না তাই হোঁচট খেতে হয় তাই আমরাও খেয়েছি। কিন্তু হোঁচট খাওয়ার পর কেউ থেমে যায় ন আবারও চলতে থাকে লক্ষ্যের দিকে। আমরাও সেই কাজটা করব।
Advertisement
Advertisement



