গতবারের লা লিগা চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ চলতি মরশুমে পুনরায় খেতাব নিজেদের দখলে রাখার লড়াইতে বেশ ভালােভাবেই নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎই আটকে যেতে হয়েছিল আগেও, এবং বছরের শেষে এলচের সঙ্গে (১-১) গােলে ড্র লা লিগা খেতাব জয় করার দৌড় থেকে কিছুটা ছিটকে যেতে হল রিয়েল মাদ্রিদকে। খেলার পর রিয়েল মাদ্রিদের কোচ জিদান বলেন, খেলায় এরকম ঘটনা ঘটতেই পারে।
তাই বলে দলের ফুটবলাররা খারাপ পারফরমেন্স করে দেখিয়েছে সেটা নিয়ে আমি কোনও কথা বলব না। আমরা আগামিদিনে ম্যাচগুলাে আরে ভালাে পারফরমেন্স করে দেখাব। তারপর আগামিদিনে ভাবব খেতাব জয় কতে পারলাম কি পারলাম না। এখন এসব কথা না ভেবে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়াটাই লক্ষ্য।
Advertisement
আমার বিশ্বাস দলের ফুটবলাররা নতুন বছরে নতুন আঙ্গিকে জয় দিয়ে নিজেদের খেলাটা ফিরিয়ে এনে সমর্থকদের মুখে হাসি ফোটাবে। অতীতকে আঁকড়ে ধরে আমরা নতুন বছরে নিজেদের ভবিষ্যতটা নষ্ট করতে চাই না।
Advertisement
Advertisement



