• facebook
  • twitter
Monday, 21 April, 2025

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামির পরিবর্তে আসতে পারেন আর্শদীপ

প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রোহিত শর্মা না খেললে ওপেনার হিসেবে বিরাট কোহলিকে খেলানো হবে। খুব সম্ভবত বিরাট চাইছেন না ওপেনার হিসেবে মাঠে নামতে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই ভারতের কাছে পৌঁছে গিয়েছে। তবে, গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারতকে খেলতে হবে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে। নিউজিল্যান্ডও শেষ চারে পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই হয়তো নিরমরক্ষার ম্যাচ হলেও, দুই দলের কাছে মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দুই দলই চাইবে একে অপরকে হারিয়ে গ্রুপ লিগের শীর্ষস্থানে যেতে। আর এই ম্যাচের পরেই সিদ্ধান্ত হবে, ভারত কার সঙ্গে খেলবে সেমিফাইনাল ম্যাচ। হয়তো এই খেলায় পায়ে চোট পাওয়া ভারতের অন্যতম দ্রুতগামী বোলার মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হবে। যদি শামি না খেলেন, সেক্ষেত্রে ভারতীয় দলে খেলতে পারেন আর্শদীপ সিং। আবার বিশ্রাম দেওয়া হচ্ছে রোহিত শর্মাকেও। রোহিতের বদলে সেক্ষেত্রে দলে অধিনায়কের ব্যাটনটা থাকবে শুভমন গিলের হাতে। শুভমনেরও চোট ছিল। কিন্তু তিনি চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন।

ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল আর্শদীপ সিংকে টানা বল করে যেতে। ১৩ ওভার বল করেছেন তিনি। সেখানে শামি মাত্র ৬-৭ ওভার বল করেছেন। তিনি পুরো দমে বলও করছিলেন না। চোট সারিয়ে ফেরা শামিকে সেমিফাইনালের আগে বিশ্রাম দিতে চাইবে দল। সেই কারণে বোলিং কোচ মর্নি মর্কেলকে বেশি কাটাতে দেখা গেল আর্শদীপের সঙ্গে।

সাংবাদিক বৈঠকে লোকেশ রাহুল যদিও জানিয়েছেন যে, সব ক্রিকেটারই সুস্থ রয়েছেন। তবে বোলিং আক্রমণে বদল হতে পারে, সেই ইঙ্গিত দিয়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখতে। শামির জায়গায় যেমন আর্শদীপ খেলতে পারেন, তেমনই কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে বরুণ চক্রবর্তীকে খেলানো হতে পারে।। চোট পেয়েছিলেন রোহিত শর্মাও। তাঁকে বিশ্রাম দেওয়া হবে কি না সেই নিয়েও চর্চা চলছে। রোহিত না খেললে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। ওপেনার হিসাবে খেলতে পারেন লোকেশ রাহুল। এমনও ভাবনা রয়েছে, ঋষভ পন্থকে প্রথম একাদশে রেখে দেওয়া হবে। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রোহিত শর্মা না খেললে ওপেনার হিসেবে বিরাট কোহলিকে খেলানো হবে। খুব সম্ভবত বিরাট চাইছেন না ওপেনার হিসেবে মাঠে নামতে। তাই লোকেশ রাহুলের কথাই ভাবা হয়েছে।