বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনও এক বছরেরও বেশি সময় বাকি। এবারের বিশ্বকাপ আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের খেলার জন্য ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছে। তাই আর্জেন্টিনার কাছে নিয়মরক্ষার ম্যাচ খেলতে হবে যোগ্যতা অর্জনপর্বের খেলাগুলিতে। সেই ম্যাচগুলির মধ্যে দিয়েই নিজেদের প্রস্তুতি সেরে ফেলতে চাইবেন মেসিরা। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে ২৮ জনের নাম ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনা দলে।
গত বারের চ্যাম্পিয়ন দল থেকে বেশকিছু খেলোয়াড় পরিবর্তন হয়েছে আর্জেন্টিনা দলে। অ্যাঞ্জেল দি মারিয়া-সহ বেশ কিছু ফুটবলার এবার নেই। নীল-সাদা জার্সিতে এবার নতুন কিছু ফুটবলার রয়েছেন। দলের শক্তি-দুর্বলতা চিহ্নিত করা এবং নতুনদের বাজিয়ে দেখার জন্যও যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি বিশেষ গুরুত্বপূর্ণ কোচ স্কালোনির কাছে। বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রেও এই ম্যাচগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। প্রাথমকি দলে ফিরেছেন ২০ বছর বয়সি দুই তরুণ আলেহান্দ্রো গারনাচো এবং ভ্যালেন্টিন ভারকোও। এই দুই তরুণই এবার ক্লাব ফুটবলে দুরন্ত ফর্মে রয়েছেন।
প্রাথমিক দলে রয়েছেন— গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো। মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিঙ্গেজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ। ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, ভ্যালেন্টিন কাস্তেলানোস, আলেহান্দ্রো গারনাচো, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া।