• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আর্জেন্টিনার ক্রিকেটার ফেনেলের ডাবল হ্যাটট্রিক

টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসাবে ‘ডাবল হ্যাটট্রিক’ করেছিলেন আফগানিস্তানের রশিদ। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর পর চার বলে চারটি উইকেট নিয়েছিলেন।

আর্জেন্টিনার কথা উঠলেই সবচেয়ে আগে যে নামটা ভেসে ওঠে তিনি হলেন ফুটবলার দিয়েগো মারাদোনা। কিন্তু আর্জেন্টিনা ক্রিকেটে নজির গড়বে এটা সত্যি ভাবা যায় না। কিন্তু সেই ঘটনাই ঘটল। টি-টোয়েন্টি ফরম্যাটে নজির গড়লেন আর্জেন্টিনার বোলার হার্নান ফেনেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা আঞ্চলিক বাছাই পর্বের খেলায় ‘ডাবল হ্যাটট্রিক’ করলেন। নাম লিখিয়েছেন রশিদ খান এবং লাসিথ মালিঙ্গাদের দলে।

ক্রিকেটে পর পর চার বলে চার উইকেট নিলে তাঁকে ‘ডাবল হ্যাটট্রিক’ বলা হয়। সেটাই করেছেন ফেনেল। কেম্যান আইল্যান্ডের ইনিংসের শেষ ওভারে এই কৃতিত্ব অর্জন করেছেন। তৃতীয় বলে তিনি আউট করেন ট্রয় টেলরকে। ওভারে বাকি তিনটি বলে তুলে নেন অ্যালিস্টেয়ার ইফিল, রোনাল্ডো ইব্যাঙ্কস এবং আলেসান্দ্রো মরিসকে। কেম্যান আইল্যান্ড আউট হয়ে যায় ১১৬ রানে।

Advertisement

তবে এই ম্যাচে আর্জেন্টিনা জিততে পারেনি। আর্জেন্টিনা ৯৪ রানে শেষ হয়ে যায়। হেরেছে ২২ রানে। কনরয় তিনটি উইকেট নেন। দু’টি করে উইকেট রোমিয়ো ডুনকা এবং ইব্যাঙ্কসের।

Advertisement

টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসাবে ‘ডাবল হ্যাটট্রিক’ করেছিলেন আফগানিস্তানের রশিদ। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর পর চার বলে চারটি উইকেট নিয়েছিলেন। একই বছরে একই কাজ করে দেখান মালিঙ্গা, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ২০২১ সালে ‘ডাবল হ্যাটট্রিক’ করেছিলেন। এর পরে রয়েছেন জেসন হোল্ডার এবং ওয়াসিম ইয়াকুব। আর্জেন্টিনার এই বোলার নজির গড়ে ক্রিকেট ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন।

Advertisement