আইপিএল ক্রিকেটে ছিটকে যাওয়া একাদশ ক্রিকেটার

Written by SNS March 18, 2024 3:55 pm

নিজস্ব প্রতিনিধি— আর হাতে গোনা কয়েকটা দিন৷ আগামী ২২ মার্চ থেকে আইপিএল ক্রিকেট শুরু হয়ে যাবে৷ বিনোদন ক্রিকেট নিয়ে মেতে উঠবেন অনেকেই৷ কিন্ত্ত খেলা শুরু হওয়ার আগে বেশ কয়েকজন ক্রিকেটার চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন৷ ছিটকে যাওয়া ক্রিকেটারদের সংখ্যা খুব একটা কম নয়৷ এগারো জনের একটা দল হয়ে যাবে৷ চুক্তি বদ্ধ ক্রিকেটারদের না পাওয়ায় সাতটি ফ্র্যাঞ্চাইজি দল খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে৷

তবে হঁ্যা, চোট আঘাত খেলার একটা অঙ্গ৷ কিন্ত্ত গুরুত্বপূর্ণ কোনও ক্রিকেটার চোট পেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে দল৷ তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে অন্য খেলোয়াড়দের কথা ভাগ হয়ে থাকে৷ সেই জায়গা ভরাট করলেও খুব একটা লাভবান হয় না সংশ্লিষ্ট দল৷

নিউজিল্যান্ডের ওয়েনার ডেভন কনওয়েকে আইপিএলের প্রথম পর্বে চেন্নাই সুপার কিংস পাচ্ছে না৷ তাঁর আঙুলে চোট রয়েছে৷ সেই কারণে মহেন্দ্র সিং ধোনিদের নিউডিল্যান্ডের এই ওপেনারকে ছাড়াই দল গঠন করতে হবে৷

শ্রীলঙ্কার মাথিশা ভাতিয়ানা বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিং-য়ে চোট পেয়েছিলেন৷ শ্রীলঙ্কার এই জোরে বোলারকে চেন্নাই দল পাচ্ছে না৷ তাঁর বদলে বাংলাদেশের মুস্তাফিজুল রহমানকে কাজ চালানোর কথা ভাবা হয়েছে৷

ইংল্যান্ডের হ্যারি ব্রুককে কোনও ভাবে পাচ্ছেনা দিল্লি ক্যাপিটালস৷ ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে তিনি মাঠের বাইরে৷ ঠাকুমার মৃতু্যতে ভেঙে পড়েছেন হ্যারি ব্রুক৷ মানসিক ভাবে ভেঙে পড়ায় তিনি এখন পরিবারের সঙ্গে থাকতে চান৷ তাই তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন৷ তাঁর জায়গায় কাউকে নেওয়া হবে কী না তা এখনও ঠিক করা হয়নি৷ দক্ষিণ আফ্রিকার দ্রুতগামী বোলার লুঙ্গি এনসিডিকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস৷ তাঁর গোড়ালিতে চোট থাকায় কোনও ভাবে খেলা সম্ভব হচ্ছে না৷ সেই জায়গায় দিল্লি অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ফ্রেজার মার্কগার্ককে নিয়েছে৷

কলকাতা নাইট রাইডার্স জেসন রয়কে পাচ্ছে না৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের এই ব্যাটসম্যান নিজেকে সারিয়ে নিয়েছেন৷ তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে ফিল সল্টকে৷  আবার ইংল্যান্ডের জোরে বোলার গ্যাস অ্যাটকিনসনকে পাচ্ছে না কেকেআর দল৷ সেই জায়গায় নেওয়া হয়েছে শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরাকে৷

ভারতীয় দলে আগ্রাসী ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে পাচ্ছে না মুম্বই-ইন্ডিয়ান্স দল৷ তাঁর অস্ত্রোপচার হওয়ায় খেলা সম্ভব নয়৷ হার্দিক পাণ্ডিয়াকে সেই জায়গায় খেলানোর কথা ভাবা হয়েছে৷  শ্রীলঙ্কার বাঁহাতি বোলার দিলশান মধুশত্ত্বকে পাওয়া যাবে না চোট থাকার কারণে৷

বিশ্বকাপ ক্রিকেটের পরে ভারতের হয়ে আর কোনও খেলায় দেখতে পাওয়া যায়নি মহম্মদ শামিকে৷ তাঁর পায়ে চোট৷ অস্ত্রোপচার হয়ে পুরোপুরি ফিট হতে পারেননি৷ তাই গুজরাট টাইটান্সের হয়ে খেলবার কোনও সম্ভাবনা নেই৷ তাই অধিনায়ক শুভমান গিল বেশ চিন্তায় পড়েছেন৷

আইপিএল ক্রিকেট থেকে ছিটকে গেছেন কর্ণাটকের বোলার প্রসিদ্ধ কৃষ্ণ৷ চোটের কারণে মাঠের বাইরে তাই রাজস্থান রয়্যালস দলে বড় চিন্তা৷ এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্দেশে নাম প্রত্যাহার করে নিয়েছেন মার্ক-উড৷ ফলে লখনউ সুপার জায়ান্টস দলে তাঁকে দেখা যাবে না৷ তাঁর জায়গায় অন্য কাউকে নেওয়া হয়নি৷