সরলেন ধোনি চেন্নাইয়ের নতুন অধিনায়ক ঋতুরাজ

Written by SNS March 22, 2024 1:44 pm

চেন্নাই— এমনটা মহেন্দ্র সিং বরাবর করে এসেছেন৷ জাতীয় দলে খেলার সময় থেকে এটা দেখে এসেছে ক্রিকেট ফ্যানরা৷ টেস্ট ক্রিকেটে অধিনায়কের চেয়ার থেকে নিজেকে সরিয়ে নেওয়া ছিল বড় চমক৷ তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর আরও একটা চমক৷ এবার চেন্নাই সুপার কিংসের ( সিএসকে) অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন৷ নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড৷ তাঁর নেতৃত্বে সিএসকে এবার আইপিএলে খেলবে৷

খবরটা কিছুটা আঁচ করা গিয়েছিল৷ হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল একটা কথা৷ ধোনি হয়তো এবার অধিনায়ক থাকছেন না৷ কিন্ত্ত সেটা যে নিশ্চিত তা কে ভেবেছিলেন! বৃহস্পতিবার ছিল আইপিএলে অংশ নেওয়া দলগুলির অধিনায়কের ফটো সেশন৷ সব দলের অধিনায়করা চেন্নাইয়ে হাজির ছিলেন৷ সেখানেই দেখা গেল সিএসকে জার্সিতে ঋতুরাজ গায়কোয়াডকে৷ তার আগে আইপিএলের এক্স ফ্যাক্টরে জানিয়ে দেওয়া হয়েছিল, ঋতুরাজ সিএসকে দলকে নেতৃত্ব দেবেন৷ শেষপর্ষন্ত ফটো সেশনে তাই দেখা গেল৷ অন্যদলের অধিনায়কদের সঙ্গে ঋতুরাজ এসে দাঁডি়য়েছেন৷ তখনই কথা শুরু হয়ে গেল, নতুন অধিনায়ক তৈরি করতে নেমে পডে়ছেন ধোনি৷ দুবছর আগে একবার রবীন্দ্র জাদেজাকে সামনে রেখে এই চেষ্টা তিনি চালিয়েছিলন৷

কিন্ত্ত জাদেজা ফ্লপ করেন৷ শেষে অধিনায়কের ব্যাটন ধোনি নিজের হাতে তুলে নেন৷ হাত বদল হলেও সিএসকে-র পারফরম্যান্সে বদল দেখা যায়নি৷ সেবার চেন্নাই নয় নম্বরে লিগ শেষ করে৷ গতবার মরশুমের শুরু থেকে ধোনি নিজেই দল চালান৷ এবং চেন্নাই চ্যাম্পিয়নও হয়৷ এবার আবার পরীক্ষা৷ জাদেজা নয়, অধিনায়ক হিসেবে নিয়ে আসা হল ঋতুরাজকে৷ তিনি দলের ড্রাইভার সিটে থাকবেন৷ গাডি় ঠিক না চললে ধোনি তো আছেনই৷ তবে এটা কি সরে যাওয়ার ইঙ্গিত! এটাই কি ক্রিকেটার ধোনির শেষ আইপিএল! কথা শুরু হয়ে গিয়েছে৷ তবে এটা বাস্তবে দেখা যাবে কিনা তা ভবিষ্যত জানাবে৷ এখন বরং ঋতুরাজকে নিয়ে কথা বলা যেতে পারে৷ ২০১৯ সালে ঋতুরাজ চেন্নাইয়ে আসেন৷ সিএসকে জার্সিতে তাঁকে প্রথম দেখা যায় ২০২০ আইপিএল মরশুমে৷ তারপর থেকে টানা তিনি চেন্নাইয়ের হয়ে চলেছেন৷ গতবার পারফরম্যান্স খারাপ ছিল না৷