• facebook
  • twitter
Wednesday, 6 November, 2024

বেঙ্গল সাফারিতে পশুদের ডায়েট চার্টে রদবদল

দাবদাহের জেরে নাকাল উত্তরবঙ্গের বন্য প্রাণীরাও নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৪ মে— গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ চড়ছে৷ পাহাড় ও জঙ্গল ঘেরা শিলিগুড়িতেও চলছে তীব্র দাবদাহ৷ এই পরিস্থিতিতে জনজীবন তো বটেই, বন্য পশুদের জীবনেও এই তীব্র গরম মারাত্মক প্রভাব ফেলছে৷ আর তাই এই গরমের হাত থেকে পশুদের রেহাই দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে

দাবদাহের জেরে নাকাল উত্তরবঙ্গের বন্য প্রাণীরাও

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৪ মে— গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ চড়ছে৷ পাহাড় ও জঙ্গল ঘেরা শিলিগুড়িতেও চলছে তীব্র দাবদাহ৷ এই পরিস্থিতিতে জনজীবন তো বটেই, বন্য পশুদের জীবনেও এই তীব্র গরম মারাত্মক প্রভাব ফেলছে৷ আর তাই এই গরমের হাত থেকে পশুদের রেহাই দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ৷

একদিকে যেমন পশুদের নাইট শেল্টারের সামনে বসানো হয়েছে এয়ার কুলার৷ ঠিক তেমনি এনক্লোজারের ভিতর রাখা হয়েছে স্নানের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা৷ এখানেই শেষ নয়, একাধিক পশুর জন্য আবার বরফের বন্দোবস্ত করা হয়েছে৷ সেই সঙ্গে বেঙ্গল সাফারির অন্দরমহলে থাকা পশু-পাখিদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখছেন চিকিৎসকরা৷ তীব্র গরম থেকে রেহাই দিতে ইতিমধ্যে পশুদের ডায়েট চার্ট বদলে দিয়েছেন চিকিৎসকরা৷ সব পশু-পাখিদের ডায়েট চার্ট যেমন বদলে দেওয়া হয়েছে তেমনই দৈনন্দিন পানীয়তে যুক্ত করা হয়েছে ওআরএস৷ বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, বর্তমান সময়ে তরমুজ, আপেল, কলা এবং পর্যাপ্ত জলের পাশাপাশি ওআরএস এবং ভিটামিন সি দেওয়া হচ্ছে পশু-পাখিদের৷

অন্যদিকে, পাখি সহ অন্যান্য জীবজন্ত্তদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে৷ গরমে যাতে তাদের কোনও সমস্যা না হয় সেদিকে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকরা৷ সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, সাধারণ মানুষের সঙ্গে বন্য প্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে৷ তাই এই প্রাণীদের আরও বেশি করে যত্ন নেওয়া হচ্ছে৷ এই মুহূর্তে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয় সেই জন্য দিনে দু’বার করে পানীয় জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস৷ এছাড়াও যেসব ফলে জলের পরিমাণ বেশী রয়েছে সেই খাবারগুলি দেওয়া হচ্ছে৷