• facebook
  • twitter
Friday, 13 December, 2024

নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৮ এপ্রিল– আগামী ১৩ মে পূর্ব বর্ধমানে হবে লোকসভার ভোট৷ সেই নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানের জামালপুরে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হলো ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে৷ নির্বাচনকে সামনে রেখে সব দলই প্রচারে নেমে পডে়ছে৷ এদিন জামালপুরের জৌগ্রামে একটি লজের সভাকক্ষে অঞ্চল তৃণমূল কংগ্রেস একটি কর্মী সভার আয়োজন করে৷ এই কর্মী সভায়

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৮ এপ্রিল– আগামী ১৩ মে পূর্ব বর্ধমানে হবে লোকসভার ভোট৷ সেই নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানের জামালপুরে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হলো ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে৷ নির্বাচনকে সামনে রেখে সব দলই প্রচারে নেমে পডে়ছে৷

এদিন জামালপুরের জৌগ্রামে একটি লজের সভাকক্ষে অঞ্চল তৃণমূল কংগ্রেস একটি কর্মী সভার আয়োজন করে৷ এই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সহ সভাপতি সোমনাথ চ্যাটার্জী, উপ প্রধান শাজাহান মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব৷ বক্তব্য রাখতে গিয়ে মেহেমুদ খান বলেন সকলের আগে দলকে জায়গা দিতে হবে৷ তাই দেওয়াল যেমন লিখতে হবে তেমনি বাডি় বাডি় প্রচার করে রাজ্য সরকারের যাবতীয় প্রকল্পের সুবিধার কথা তুলে ধরতে হবে৷

লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল হওয়া, ১০০দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়া, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রুপশ্রী সহ এসবের সুবিধার কথা তুলে ধরতে হবে৷ তিনি বলেন দলের কাজে সকলকে এগিয়ে আসতে হবে৷