• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নব নির্বাচিত সাংসদকে নিয়ে বিজয় মিছিলে সামিল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান ,১১ জুন — এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব আসনে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করেছে জামালপুর বিধানসভা এলাকায়। আর তার পরেই প্রায় প্রতিদিনই জামালপুরে চলছে বিভিন্ন এলাকায় মিছিল ও উৎসব। এবার সকলের সঙ্গে পা মেলালেন নব নির্বাচিত সাংসদ ডাঃ শর্মিলা সরকার। তাকে কাছে পেয়েই তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা আবির

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান ,১১ জুন — এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব আসনে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করেছে জামালপুর বিধানসভা এলাকায়। আর তার পরেই প্রায় প্রতিদিনই জামালপুরে চলছে বিভিন্ন এলাকায় মিছিল ও উৎসব। এবার সকলের সঙ্গে পা মেলালেন নব নির্বাচিত সাংসদ ডাঃ শর্মিলা সরকার। তাকে কাছে পেয়েই তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা আবির মাখিয়ে, মালা পরিয়ে বরণ করে নেন।

এদিন মিছিলের আগে প্রার্থীকে তার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি এবং যুব সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। ব্যান্ড বাজনা, ব্যঞ্জন সহযোগে হালারা বিপত্তারিনী তলা থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত হয় মিছিল। এই রেকর্ড ভোট জেতার সেলিব্রেশন চলে বিজয় মিছিলে। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন এই জয় মা মাটি মানুষের জয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যাযের জয়। জামালপুরের সকল মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছেন বলে এই রেকর্ড ভোটে জিততে পেরেছেন ডাঃ শর্মিলা সরকার। নব নির্বাচিত সাংসদ জামালপুরের সকল মানুষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটেই উন্নয়নের কাজ করে যাবেন বলে জানান।

Advertisement

Advertisement

Advertisement