• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

আজ ইডেনে আইপিএল ম্যাচ, রাজভবনে থাকবেন মোদি

নিজস্ব প্রতিনিধি— শনিবার ইডেনে আইপিএল ম্যাচ রয়েছে আর ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাতে রাজভবনে থাকার জন্য আসার সম্ভাবনা রয়েছে৷ আর এই বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছে লালবাজার৷ শনিবার ইডেনে রয়েছে আইপিএলের ম্যাচ৷ এই ম্যাচ শুরু হবার কথা, সন্ধ্যে সাডে় সাতটায়৷ আর সেই দিনই প্রধানমন্ত্রীর দমদম বিমানবন্দরে নেবে সড়কপথে রাত আটটা নাগাদ রাজভবনে প্রবেশের সম্ভাবনা রয়েছে৷

নিজস্ব প্রতিনিধি— শনিবার ইডেনে আইপিএল ম্যাচ রয়েছে আর ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাতে রাজভবনে থাকার জন্য আসার সম্ভাবনা রয়েছে৷ আর এই বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছে লালবাজার৷ শনিবার ইডেনে রয়েছে আইপিএলের ম্যাচ৷ এই ম্যাচ শুরু হবার কথা, সন্ধ্যে সাডে় সাতটায়৷ আর সেই দিনই প্রধানমন্ত্রীর দমদম বিমানবন্দরে নেবে সড়কপথে রাত আটটা নাগাদ রাজভবনে প্রবেশের সম্ভাবনা রয়েছে৷ তাই এখানে একটি সমস্যা রয়েছে, সময়কে নিয়ে৷ কারণ যেই সময় ম্যাচ শুরু হওয়ার কথা, তার কিছুক্ষণ পরেই ইডেনের খুব কাছ দিয়ে রাজভবনে রাতে থাকার জন্য আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ লালবাগের সূত্রের খবর, মূলত প্রধানমন্ত্রী রাজভবনে ঢোকেন সাউথ গেট দিয়ে৷ ওই সময়েই ইডেনে খেলা দেখাকে কেন্দ্র করে হাজার হাজার দর্শক ওই এলাকার বিভিন্ন রাস্তা এবং ফুটপাত দিয়ে যাতায়াত করবে৷

ফলে প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা ঝুঁকি থেকে যাচ্ছে৷ কারণ যে পথ দিয়ে প্রধানমন্ত্রীর রাজভবনে ঢোকার কথা, সেই রাস্তার একাধিক জায়গায় দর্শকদের পারাপারের জন্য চিহ্নিত করা আছে৷ লালবাজার সুত্রের খবর, এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আসার সম্ভাব্য সময়ে খেলা দেখতে আসা দর্শকদের বিভিন্ন জায়গায় কিছুক্ষণ আটকে রাখা হতে পারে নিরাপত্তার খাতিরে৷

তবে যেহেতু মোদির রাজভবনে আসার আগেই খেলা শুরু হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে, সবকিছু নির্দিষ্ট সময় মেনে হলে রেড রোড থেকে রাজভবন পর্যন্ত দর্শকদের নিয়ন্ত্রণ করতে অসুবিধা হওয়ার কথা নয়৷ তবে মোদির নিরাপত্তার কথা মাথায় রেখে কি পরিকল্পনা করা হবে, তা নিয়ে লালবাজারে পুলিশ কর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানা গিয়েছে৷ তাছাড়াও লালবাজার সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) অফিসারেরা তাঁর যাতায়াতের পথ নিরাপত্তা নিয়েও কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করবেন৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে শনিবার রাজভবনে রাত কাটিয়ে পরদিন রবিবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রীর জনসভা করার কথা আছে৷ সেখান থেকে হুগলির চুঁচুড়া ও পুরশুড়ায় জনসভা করার পরে হাওড়া হয়ে দমদম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ সেখান থেকে ওই দিনই তাঁর পটনা যাওয়ার কথা৷